আবু ধাবি: ২০১৯ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের জয়ের নায়ক বেন স্টোকস। তিনি যেদিন নিজের মেজাজে থাকেন, সেদিন বিপক্ষ দলের পক্ষে জয় পাওয়া সম্ভব নয়। নবমীর রাতে আবু ধাবিতে সেটাই দেখা গেল। ১৯৬ রানের টার্গেটও সহজ মনে হল। ১০ বল বাকি থাকতেই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৮ উইকেটে জয় পেল রাজস্থান রয়্যালস। স্টোকস ৬০ বলে ১০৭ রান করে অপরাজিত থাকলেন। তাঁর ইনিংসে ছিল ১৪টি বাউন্ডারি ও তিনটি ছক্কা। যোগ্য সঙ্গত করলেন সঞ্জু স্যামসন (৫৪ অপরাজিত)। তিনি চারটি বাউন্ডারি ও তিনটি ছক্কা মারেন।


এদিন প্রথমে ব্যাটিং করতে নেমে ৫ উইকেটে ১৯৫ রান করে মুম্বই। চোটের কারণে এদিনও খেলতে পারেননি অধিনায়ক রোহিত শর্মা। অধিনায়কত্ব করেন কাইরন পোলার্ড। ওপেনার ঈশান কিষাণ করেন ৩৭ রান। অপর ওপেনার কুইন্টন ডি কক (৬) অবশ্য রান পাননি। তিন নম্বরে নামা সূর্যকুমার যাদব করেন ৪০ রান। সৌরভ তিওয়ারি করেন ৩৪ রান। পোলার্ড (৬) রান পাননি। তবে শেষদিকে ঝড় তোলেন হার্দিক পাণ্ড্য (২১ বলে ৬০ অপরাজিত)। তিনি সাতটি ছক্কা মারেন। এর ফলে বড় রান তুলতে সক্ষম হয় মুম্বই। রাজস্থানের হয়ে জোড়া উইকেট নেন জোফ্রা আর্চার ও শ্রেয়স গোপাল। একটি উইকেট নেন কার্তিক ত্যাগী।

বড় রান তোলার পর জয়ের আশায় ছিল মুম্বই। রাজস্থানের ইনিংসের দ্বিতীয় ওভারেই ওপেনার রবিন উথাপ্পাকে (১৩) ফিরিয়ে দিয়ে জয়ের আশা বাড়ান জেমস প্যাটিনসন। তিনিই পঞ্চম ওভারে রাজস্থানের অধিনায়ক স্টিভ স্মিথকে (১১) ফিরিয়ে দেন। কিন্তু এরপরেই খেলার রং বদলে দেন স্টোকস ও স্যামসন। তাঁদের অপরাজিত জুটি রাজস্থানকে জয় এনে দেয়।