কলকাতা: পুজোর মধ্যেই বাড়ছে করোনা সংক্রমণ, গড়ছে নতুন রেকর্ড। নবমীর রাতে রাজ্যের কোভিডের যে চিত্র ধরা পড়ল তা ভয়াবহ। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় একদিনে করোনা সংক্রমণ আরও বাড়ল। গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনায় মোট করোনা আক্রান্ত ৯১৫ জন। শনিবার সংখ্যাটা ছিল ৮৯৬। গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনা আক্রান্ত ৯১০ জন। শনিবার সংখ্যাটা ছিল ৮৯৫।
সরকারি তথ্য অনুযায়ী, কলকাতায় মোট আক্রান্ত ইতিমধ্যেই ৭৫ হাজার ছাড়িয়ে গিয়েছে। উত্তর ২৪ পরগনায় সংখ্যাটা প্রায় ৭১ হাজার। দৈনিক মৃত্যুর নিরিখে কলকাতাকে পিছনে ফেলেছে উত্তর ২৪ পরগনা। রবিবারের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনায় ১৮ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। কলকাতায় মোট মৃত্যু ২ হাজার ১১১।
অন্যান্য জেলাগুলির মধ্যে, গত ২৪ ঘণ্টায় দার্জিলিং, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে করোনা আক্রান্ত ১০০-রও বেশি। নদিয়া, হাওড়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগনায় একদিনে দুশো’রও বেশি করোনা আক্রান্ত হয়েছেন। মৃত্যুর নিরিখে গত ২৪ ঘণ্টায়, দক্ষিণ ২৪ পরগনায় ৪, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, বীরভূম ও মুর্শিদাবাদে ৩ জন করে মারা গিয়েছেন।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
একদিনে আক্রান্ত ৯০০-র বেশি! ভয় ধরাচ্ছে রাজ্যে করোনাচিত্র
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
25 Oct 2020 09:36 PM (IST)
পুজোর মধ্যেই বাড়ছে করোনা সংক্রমণ, গড়ছে নতুন রেকর্ড। নবমীর রাতে রাজ্যের কোভিডের যে চিত্র ধরা পড়ল তা ভয়াবহ। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় একদিনে করোনা সংক্রমণ আরও বাড়ল।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -