RR vs PBKS, IPL 2023 Live: নাটকীয় লড়াইয়ের পর স্বস্তি, আইপিএলে টানা দ্বিতীয় জয় পাঞ্জাবের

RR vs PBKS Live: শেষ ওভারে চাপের মুখে মাথা ঠান্ডা রেখে মাত্র ১০ রান খরচ করেন আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার স্যাম কারান। ১৯৭/৪ তাড়া করতে নেমে ১৯২/৭ স্কোরে আটকে যায় রাজস্থান।

ABP Ananda Last Updated: 05 Apr 2023 11:51 PM
RR vs PBKS Live: শেষ ওভারে মাত্র ১০ রান দিলেন কারান

শেষ ওভারে চাপের মুখে মাথা ঠান্ডা রেখে মাত্র ১০ রান খরচ করেন আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার স্যাম কারান। ১৯৭/৪ তাড়া করতে নেমে ১৯২/৭ স্কোরে আটকে যায় রাজস্থান।

RR vs PBKS Live: ১৮ বলে ৫৩ রান চাই রাজস্থানের

১৭তম ওভারে নাথান এলিসের বলে উঠল ১৬ রান। ম্য়াচ জিততে ১৮ বলে ৫৩ রান চাই রাজস্থানের।

RR vs PBKS Live: ৪২ রান সঞ্জু স্যামসনের

১১ বলে ১৯ রান করে ফিরলেন জস বাটলার। ২৫ বলে ৪২ রান সঞ্জু স্যামসনের। ১২.৪ ওভারে রাজস্থানের স্কোর ১০৯/৪।

RR vs PBKS Live: ৪২ রান সঞ্জু স্যামসনের

১১ বলে ১৯ রান করে ফিরলেন জস বাটলার। ২৫ বলে ৪২ রান সঞ্জু স্যামসনের। ১২.৪ ওভারে রাজস্থানের স্কোর ১০৯/৪।

IPL Live: ৩ ওভারের শেষে রাজস্থান ২৫/১

শুরুতেই ফিরলেন যশস্বী জয়সবাল। ৩ ওভারের শেষে রাজস্থান ২৫/১।

RR vs PBKS Live: ১১ রানে জেসন হোল্ডারের বলে আউট শাহরুখ

১১ রানে জেসন হোল্ডারের বলে আউট শাহরুখ খান। ছক্কা হাঁকানোর চেষ্টা করেছিলেন শাহরুখ। কিন্তু, অনবদ্য ক্যাচ ধরেন জোস বাটলার।

RR vs PBKS Live: ৮৬ রানে অপরাজিত শিখর ধবন

১০ বলে ১১ রান করে ফিরলেন শাহরুখ খান। ৫৬ বলে ৮৬ রানে অপরাজিত শিখর ধবন। ২০ ওভারে পাঞ্জাব তুলল ১৯৭/৪।

RR vs PBKS 2023 Live: জেসন হোল্ডারকে বিশাল ছক্কা ধাওয়ানের

জেসন হোল্ডারকে বিশাল ছক্কা হাঁকালেন শিখর ধাওয়ান। ৭৩ রানে অপারজিত বাঁহাতি ব্যাটার।

RR vs PBKS Live: ৬৩ রানে ক্রিজে শিখর ধবন

৪৪ বলে ৬৩ রানে ক্রিজে শিখর ধবন। ১৬ ওভারের শেষে পাঞ্জাবের স্কোর ১৫৯/২। যুজবেন্দ্র চাহালকে তুলে নিয়ে ধ্রুব জুড়েলকে নামাল রাজস্থান রয়্যালস।

RR vs PBKS 2023 Live: শিখর ধাওয়ানের শটে কনুইয়ে চোট ভানুকা রাজাপক্ষের

শিখর ধাওয়ানের শটে কনুইয়ে চোট ভানুকা রাজাপক্ষের। মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়েছে রাজাপক্ষকে।

IPL Live Score: ৬০ রান করে ফিরলেন প্রভসিমরন

৩৪ বলে ৬০ রান করে ফিরলেন প্রভসিমরন সিংহ। ১৩ ওভারের শেষে পাঞ্জাবের স্কোর ১২৪/১।

RR vs PBKS Live: পাঞ্জাব কিংসের স্কোর ৮৬/০

দুরন্ত ব্যাটিং দুই ওপেনারের। ৯ ওভারের শেষে পাঞ্জাব কিংসের স্কোর ৮৬/০।

RR vs PBKS Live: পাঞ্জাব কিংসের স্কোর ৮৬/০

দুরন্ত ব্যাটিং দুই ওপেনারের। ৯ ওভারের শেষে পাঞ্জাব কিংসের স্কোর ৮৬/০।

IPL Match 2023 Live : পাওয়ার প্লে-তে বিনা উইকেটে ৬৩ রান তুলল পাঞ্জাব কিংস

পাওয়ার প্লে-তে বিনা উইকেটে ৬৩ রান তুলল পাঞ্জাব কিংস। ২৩ বলে ৪৫ রানে অপরাজিত ওপেনার প্রভসিমরন সিং। ১৩ বলে ১৪ রানে ব্যাট করছেন অপর ব্যাটসম্যান শিখর ধাওয়ান।

RR vs PBKS 2023 Live: ট্রেন্ট বোল্টকে পর পর ২টি চার শিখর ধাওয়ানের

ট্রেন্ট বোল্টের বলে পর পর দুটি চার শিখর ধাওয়ানের। প্রথমটি স্কয়্যার লেগ দিয়ে। পরেরটি কভার পয়েন্ট ও পয়েন্টের মধ্যে দিয়ে। 

IPL Match 2023 Live : দুই দলের প্রথম একাদশ অপরিবর্তিত

দুই দলই প্রথম ম্যাচ জিতে নামছে। দুই দলের প্রথম একাদশ অপরিবর্তিত।

প্রেক্ষাপট

গুয়াহাটি: আইপিএলের আজ মুখোমুখি হতে চলেছে রাজস্থান রয়্যালস ও পাঞ্জাব কিংস। প্রথম ম্যাচে ২ দল জয় পেয়েছিল। রাজস্থান তাঁদের প্রথম ম্যাচে জয় পেয়েছে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। অন্যদিকে পাঞ্জাব কিংস জয় ছিনিয়ে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে। আজ গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে ২ দল। 


আইপিএলের প্রথম মরসুম থেকেই ২ দল মুখোমুখি হয়েছে। কিংস ইলেভেন পাঞ্জাবের নাম পরিবর্ত হয়ে পাঞ্জাব কিংস হয়েছে। মোট ২৪টি ম্যাচ খেলা হয়েছে ২ দলের মধ্যে। তার মধ্যে ১৪টি ম্যাচ রাজস্থান রয়্যালস জয় পেয়েছে। ১০টি ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে পাঞ্জাব কিংস। তার মধ্যে একটি ম্যাচ সুপার ওভারে জিতেছে পাঞ্জাব। ওয়াংখেড়েতে গত মরসুমে শেষ সাক্ষাতে রাজস্থান রয়্যালস ৬ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছে। শেষ পাঁচ বারের সাক্ষাতেও এগিয়ে সঞ্জু স্যামসনের দল। তারা ৪ বার জয় পেয়েছে। ১ বার জিতেছে পাঞ্জাব কিংস। 


পাঞ্জাব প্রথম ম্যাচে পায়নি লিয়াম লিভিংস্টোন ও কাগিসো রাবাডাকে। ২ বিদেশি তারকাকে ছাড়াই এদিনও মাঠে নামতে হবে রয়্যালস শিবিরকে। প্রথম ম্যাচে ব্যাট হাতে শিখর ধবনের সঙ্গে জুটি বেঁধে প্রভসিমরন সিংহ দুর্দান্ত শুরু করেছিলেন। এছাড়াও বল হাতে অর্শদীপ সিংহ, রাহুল চাহাররা ছাপ ফেলেছেন। তবে প্রথম ম্যাচ থেকে পাঞ্জাবের প্রাপ্তি অবশ্যই সিকান্দার রাজা। জিম্বাবোয়ের তারকা অলরাউন্ডারকে এবার দলে নিয়েছিল পাঞ্জাব কিংস। প্রথম ম্যাচে সুযোগ পেয়েই ব্যাটে-বলে দলকে ভরসা জুগিয়েছেন। 


অন্যদিকে রাজস্থানের ব্যাটিং লাইন আপের তিন স্তম্ভ বাটলার-জয়সওয়াল-স্যামসন। তিন ব্যাটারই প্রথম থেকেই আক্রমণাত্মক ব্যাটিং পছন্দ করেন। আগের ম্যাচে সানরাইজার্সের বিরুদ্ধে দুশোর ওপর রান বোর্ডে তুলে ফেলেছিল রাজস্থান। বল হাতে বোল্ট ছাড়াও অভিজ্ঞ অশ্বিন-চাহাল জুটি প্রথম ম্যাচেও ভাল পারফর্ম করেছেন। টি-টোয়েন্টি ফর্ম্যাটে তিনশোর বেশি উইকেটের মালিক হয়েছে চাহাল। পাঞ্জাবের বিরুদ্ধেও কোনও বড় অঘটন না হলে একাদশে কোনও বদল হয়ত হবে না।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.