পকেটে ৫০০, ১০০০ টাকার নোট, রাজকোটে টিকিট কাটতে পারলেন না বহু দর্শক
Web Desk, ABP Ananda | 09 Nov 2016 06:23 PM (IST)
রাজকোট: ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের প্রভাব পড়ল ক্রিকেট মাঠেও। রাজকোটে ভারত-ইংল্যান্ড সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনের খেলা দেখতে গিয়ে টিকিট কাউন্টার থেকেই খালি হাতে ফিরতে হল বহু দর্শককে। তাঁরা ৫০০ ও ১০০০ টাকার নোট নিয়ে টিকিট কাটতে গিয়েছিলেন। কিন্তু কাউন্টারে সেই নোটের বদলে টিকিট দেওয়া হয়নি। ফলে টিকিট কাটা সম্ভব হয়নি সংশ্লিষ্ট দর্শকদের পক্ষে। আরও পড়ুন রুটের শতরান, দাপট মঈনেরও, রাজকোটে বড় ইনিংসের পথে ইংল্যান্ড রাজকোটে এই প্রথম টেস্ট ম্যাচ হচ্ছে। ফলে ভারত-ইংল্যান্ড টেস্ট ঘিরে ক্রিকেটপ্রেমীদের উৎসাহ তুঙ্গে। দূর-দূরান্ত থেকে দর্শকরা খেলা দেখতে এসেছিলেন। কিন্তু তাঁদের হতাশ হতে হল। দেখুন ক্রিকেপ্রেমীদের ভোগান্তির ছবি