কলকাতা: এবারের আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের হয়ে সবচেয়ে ভাল পারফরম্যান্স দেখানো আন্দ্রে রাসেল দলের ব্যর্থতার জন্য ‘খারাপ সিদ্ধান্তকে’ দায়ী করলেন। তাঁর আরও দাবি, দলের পরিবেশ স্বাস্থ্যকর নয়। এই ক্যারিবিয়ান অলরাউন্ডারের বিস্ফোরক মন্তব্যে ক্রিকেটমহলে চাঞ্চল্য।
এর আগে তাঁকে ব্যাটিং অর্ডারে নীচের দিকে রাখা নিয়ে প্রকাশ্যে সরব হয়েছিলেন রাসেল। তবে এবার তিনি আরও খোলাখুলি মতামত প্রকাশ করেছেন। এই অলরাউন্ডার বলেছেন, ‘আমাদের দল ভাল। কিন্তু খারাপ সিদ্ধান্ত নিলে সবসময় হারতে হবে। আমাদের ক্ষেত্রে সেটাই হয়েছে। আমাদের হাতে যদি যথেষ্ট সময় থাকত, তাহলে আমি কয়েকটি ম্যাচের কথা বলতে পারতাম যেখানে ঠিক সময়ে উপযুক্ত বোলারকে আক্রমণে আনলে বা ভাল বোলিং করতে পারলে জিততে পারতাম। একজন পেশাদার ক্রিকেটার হিসেবে বলতে পারি, আমি মোটেই স্বাস্থ্যকর জায়গায় নেই। আমরা ভুল সময়ে খারাপ বোলিং করেছি। এর ফলেই টানা হেরে চলেছি।’
আগামীকাল মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে কেকেআর। তার আগের দিন দলের ব্যর্থতা নিয়ে কাটাছেঁড়া করতে গিয়ে রাসেল বলেছেন, ‘দুর্বল ব্যাটিং অর্ডার থাকা রাজস্থান রয়্যালসের বিরুদ্ধেও হার হতাশাজনক। আমাদের বোলিং আক্রমণ যদি বিপক্ষ দলকে ১৭০ রানের মধ্যে বেঁধে রাখতে না পারে, তাহলে মুম্বইয়ের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে মির্যাকল দরকার। বলা হচ্ছে, আমাদের ব্যাটিং বিভাগ ভাল পারফরম্যান্স দেখাতে পারছে না। কিন্তু সেটা ঠিক না। আমরা যে রান করছি, তাতে জেতা উচিত। কিন্তু ভাল বোলিং করতে না পারলে, ক্যাচ ধরতে না পারলে কী করে জিতব? আমাদের ফিল্ডিং সবচেয়ে খারাপ।’
দলের পরিবেশ সম্পর্কে রাসেলের মন্তব্য, ‘কেকেআর-কে আগামী তিন ম্যাচে জেতানোর জন্য আমাদের অনুশীলনে জোর দেওয়া উচিত। কিন্তু পরপর হেরেও আমি দেখছি ঘরেই বসে আছি। আমি শুধু হেঁটে বেড়াতে পছন্দ করি না। টানা ৬ ম্যাচ হারের পর হাঁটা কষ্টকর। দলের পরিবেশ স্বাস্থ্যকর নয়। এখন আমার মনোবল তলানিতে। কিন্তু কাল মাঠে ঢুকলেই প্রাণশক্তি ১৫০ শতাংশ হয়ে যাবে। ক্রিকেটার হিসেবে আমাদের মধ্যে আবেগ থাকা জরুরি। শুধু টিভিতে আবেগ দেখালে চলে না। আমি কোনও বোলারকে ভয় পাই না। আউট হওয়ারও ভয় নেই আমার।’
ব্যর্থতার কারণ ‘খারাপ সিদ্ধান্ত’, দলের পরিবেশ স্বাস্থ্যকর নয়, বিস্ফোরক আন্দ্রে রাসেল
Web Desk, ABP Ananda
Updated at:
27 Apr 2019 09:05 PM (IST)
এর আগে তাঁকে ব্যাটিং অর্ডারে নীচের দিকে রাখা নিয়ে প্রকাশ্যে সরব হয়েছিলেন রাসেল।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -