মস্কো: স্পেনকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল রাশিয়া। এবারের বিশ্বকাপের নক-আউট পর্যায়ে এই প্রথম নির্ধারিত সময়ে কোনও ম্যাচের ফল নির্ধারিত না হওয়ায় খেলা গড়ায় অতিরিক্ত সময় ও টাইব্রেকারে। নির্ধারিত সময়ে খেলার ফলাফল ছিল ১-১। অতিরিক্ত সময়ে কোনও গোল হয়নি। এরপর টাইব্রেকারে বাজিমাত করে রাশিয়া। দুর্দান্ত সেভ করে নায়ক হয়ে গেলেন রাশিয়ার গোলরক্ষক ইগর আকিনফিভ। স্পেনের হয়ে টাইব্রেকার নষ্ট করেন কোকে ও ইয়াগো আসপাস।


এই ম্যাচে শুরু থেকেই প্রতিদ্বন্দ্বিতা ছিল। দু’দলই একে অপরকে টেক্কা দেওয়ার চেষ্টা করছিল। শুরুতেই এগিয়ে যায় স্পেন। ১২ মিনিটে সার্জিও র‌্যামোসকে আটকাতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে দেন রাশিয়ার সের্গেই ইগনাশেভিচ। ৪১ মিনিটেই পেনাল্টি থেকে সেই গোল শোধ করে দেয় রাশিয়া। বক্সের মধ্যে স্পেনের ডিফেন্ডার পিকের হাতে বল লাগায় পেনাল্টি পায় রাশিয়া। ঠান্ডা মাথায় গোল করেন আর্টেম ডিউবা। এরপর প্রথমার্ধের বাকি সময় এবং দ্বিতীয়ার্ধে আর কোনও গোল হয়নি। স্পেন অনেক সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হয়। রাশিয়ার গোলরক্ষক ইগর আকিনফিভ বেশ কয়েকটি নিশ্চিত গোল বাঁচিয়ে দেন।

অতিরিক্ত সময়ের প্রথমার্ধেও কোনও গোল হয়নি। অতিরিক্ত সময়েও একাধিক সুযোগ নষ্ট করে স্পেন। ১১৫ মিনিটে বক্সের মধ্যে পিকে ও র‌্যামোসকে ফেলে দেওয়ার অভিযোগে পেনাল্টির জোরাল আবেদন জানায় স্পেন। তবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি সেই দাবি নাকচ করে দেন। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। এবার স্পেনের হয়ে গোল করেন আন্দ্রে ইনিয়েস্তা, পিকে ও র‌্যামোস। রাশিয়ার হয়ে গোল করেন স্মলোভ, ইগনাশেভিচ, গলোভিন ও চেরিশেভ।