জুরিখ: ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আন্তর্জাতিক ক্রীড়া ক্ষেত্রে কোপের মুখে পড়েছে রাশিয়া। ফুটবল বিশ্বকাপ (football world cup) থেকে বহিষ্কৃত রাশিয়া। যাবতীয় ম্যাচ থেকে রাশিয়াকে বহিষ্কার করল উয়েফা-ও। আন্তর্জাতিক আইস হকি ফেডারেশন কাউন্সিল রাশিয়া এবং বেলারুসের সমস্ত জাতীয় দল ও ক্লাবকে সাসপেন্ড করেছে। ২০২৩-এ বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নশিপের আয়োজক দেশ হওয়ার অধিকারও কেড়ে নেওয়া হয়েছে। পাশাপাশি, আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটির সুপারিশে রাশিয়া ও বেলারুসকে সাসপেন্ড করেছে বিশ্ব রাগবি সংস্থা। রুশ আগ্রাসনের বিরোধিতায় ওয়াল্ট ডিজনি সংস্থাও রাশিয়ায় ফিল্ম পাঠানো বন্ধ রাখার কথা ঘোষণা করেছে।


ইউক্রেনে রুশ সেনার হামলার জের। ফিফা এবং উয়েফার প্রতিযোগিতায় রাশিয়াকে সাসপেন্ড করা হবে। তা সে জাতীয় দল হোক বা ক্লাবস্তরের দল। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নির্দেশিকা জারি থাকবে বলে জানানো হয়েছে ওই দুই সংগঠনের তরফে।


উয়েফা সমস্ত প্রতিযোগিতায় রাশিয়ার গ্যাজপ্রোম -এর সাথে তাদের অংশীদারিত্ব বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে এবং অবিলম্বে তা কার্যকর করা হবে ৷ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা জাতীয় দলের প্রতিযোগিতা এবং উয়েফা ইউরো ২০২৪-সহ সব চুক্তি এই সিদ্ধান্তের আওতায় পড়বে।


ইউক্রেনে রুশ-হামলার জেরে বিশ্বকাপ-সহ আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে রাশিয়ার জাতীয় দলকে সাসপেন্ড করতে পারে ফিফা। এই মর্মে জল্পনা চলছিলই। সংবাদ সংস্থা এএফপি সূত্রে সেই খবর পাওয়া যায়। যদি পরিস্থিতির উন্নতি না হয় তাহলে বিশ্বকাপ থেকে বহিষ্কার করা হবে রাশিয়াকে, এমনও জানায় ওই সূত্র।


এদিকে, বেলারুসে বৈঠকের পরেই ফের কিভে পরপর হামলা রাশিয়ার বায়ুসেনার। পাল্টা রুশ এয়ার ডিফেন্স সিস্টেম উড়িয়ে দিল ইউক্রেন।  ইউক্রেনে বড়সড় হামলার প্রস্তুতি রাশিয়ার। কিভের দিকে এগোচ্ছে রুশ সেনার ৬৪ কিলোমিটার লম্বা কনভয়। ভ্যাকয়ুম বোমা দিয়ে হামলার অভিযোগ।


আরো পড়ুন: নীরব সাধনা, শততম টেস্টের আগে পন্থকে নিয়ে মোহালির নেটে কোহলি