মোহালি: শততম টেস্ট ম্যাচে খেলতে নামবেন। কেরিয়ারের মাইলফলক স্পর্শ করার আগে বিরাট কোহলিকে (Virat Kohli) নিয়ে ভক্তদের উন্মাদনা তুঙ্গে। অনেকেই যাঁকে বিশ্বের সেরা ব্যাটার মনে করে থাকেন। মোহালিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে কেরিয়ারের শততম টেস্টে মাঠে নামার আগে বিরাট কোহলি অবশ্য নীরবে শুরু করে দিয়েছেন সাধনা। মোহালির নেটে ব্যাটিং প্রস্তুতি শুরু করে দিয়েছেন কিং কোহলি।


সদ্যসমাপ্ত ভারত-শ্রীলঙ্কা (Ind vs SL) টি-টোয়েন্টি সিরিজে খেলেননি কোহলি। বিশ্রাম নিয়েছিলেন। ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতের সিরিজ জয় নিশ্চিত হয়ে যেতেই নিয়মরক্ষার তৃতীয় ম্যাচেও খেলেননি তিনি। তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে প্রস্তুতি শুরু করে দিয়েছেন। স্ত্রী অনুষ্কাকে নিয়ে আগেভাগেই চণ্ডীগড়ে পৌঁছে গিয়েছেন। সেখানে সতীর্থ ঋষভ পন্থের সঙ্গে নেটে ব্যাটিং শুরু করে দিয়েছেন কোহলি।


১১ বছর আগে, ২০১১ সালের জুনে কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিল বিরাটের। সেই ম্যাচে অবশ্য রান পাননি। দুই ইনিংসে করেছিলেন যথাক্রমে ৪ ও ১৫ রান। ব্যাট করেছিলেন পাঁচ নম্বরে। দুই ইনিংসেই ফিডেল এডওয়ার্ডের বলে কট বিহাইন্ড হন কোহলি। সেই ম্যাচ ভারত জিতেছিল রাহুল দ্রাবিড়ের ব্যাটিং দৃঢ়তায়। দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেছিলেন দ্রাবিড়। ম্যাচের সেরাও হয়েছিলেন দ্য ওয়াল। ঘটনাচক্রে, বিরাট যখন কেরিয়ারের একশোতম টেস্ট ম্যাচ খেলতে নামছেন, ভারতীয় সিনিয়র দলের কোচের নাম দ্রাবিড়।


পরের এগারো বছর অবশ্য বিশ্বক্রিকেটকে শাসন করেছে বিরাটের ব্যাট। ৯৯ টেস্টে ৭৯৬২ রান করেছেন দিল্লির ডানহাতি। যার মধ্যে রয়েছে ২৭টি সেঞ্চুরি। টেস্টে অনবদ্য ব্যাটিং গড় ৫০.৩৯। সর্বোচ্চ স্কোর অপরাজিত ২৫৪। যা তিনি করেছিলেন পুনেতে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। ২০১৯ সালে।


ঘটনাচক্রে, সেই বছরের নভেম্বরেই ইডেনে বাংলাদেশের বিরুদ্ধে গোলাপি বলে দিন-রাতের টেস্টে কেরিয়ারের শেষ টেস্ট সেঞ্চুরিটি করেছিলেন বিরাট। পরের প্রায় আড়াই বছরে বিরাটের ব্যাটে টেস্টে কোনও সেঞ্চুরি নেই। সেঞ্চুরি খরা কাটাতে মরিয়া বিরাট। শততম টেস্টে কোহলি সেঞ্চুরি করে ভারতকে ম্য়াচ জেতাচ্ছেন, এখন থেকেই এই প্রার্থনায় বুঁদ ভক্তরা।


ভারতীয়দের মধ্যে টেস্টে সর্বোচ্চ রানের বিচারে ছয় নম্বরে রয়েছেন কোহলি। সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, সুনীল গাওস্কর, ভি ভি এস লক্ষ্মণ ও বীরেন্দ্র সহবাগের পরে। সৌরভ গঙ্গোপাধ্যায়, দিলীপ বেঙ্গসরকারদের মতো কিংবদন্তিদের পেরিয়ে গিয়েছেন কোহলি।


টেস্টে সেঞ্চুরির তালিকায় ভারতীয়দের মধ্যে চার নম্বরে কোহলি (২৭)। শীর্ষে সচিন। টেস্টে ৫১ সেঞ্চুরি রয়েছে মাস্টার ব্লাস্টারের। ৩৬ সেঞ্চুরি করে রাহুল দ্রাবিড় দুইয়ে। তিনে সুনীল গাওস্কর। ৩৪টি সেঞ্চুরি রয়েছে লিটল মাস্টারের। টেস্ট ক্রিকেটের ইতিহাসে অবশ্য সবচেয়ে বেশি সেঞ্চুরির তালিকায় ১৮ নম্বরে বিরাট। তবে শততম টেস্টে সেঞ্চুরি করলেই ছাড়িয়ে যাবেন স্টিভ স্মিথ, হাসিম আমলা ও রিকি পন্টিংকে।


ভারতের দ্বাদশ ক্রিকেটার হিসাবে একশো টেস্ট খেলবেন কোহলি। সর্বোচ্চ দুশো টেস্ট খেলেছেন সচিন।