পুনে: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (WTC Final) স্ট্যান্ড বাই হিসাবে ভারতীয় দলে ছিলেন তিনি। কিন্তু রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad) ভারতীয় ক্রিকেট বোর্ডকে জানিয়ে দেন যে, তিনি ব্যক্তিগত কারণে ইংল্যান্ডে যেতে পারবেন না। তারপর থেকেই জল্পনা চলছিল, কেন জাতীয় দলের সঙ্গে থাকার প্রস্তাব ফেরালেন মহারাষ্ট্রের ক্রিকেটার। 


অবশেষে জানা গেল কারণ। রুতুরাজ গায়কোয়াড় বিয়ের পিঁড়িতে বসছেন। শনিবার, ৩ জুন সাত পাকে বাঁধা পড়বেন চেন্নাই সুপার কিংসের ওপেনার। ভাবী বধূ? উৎকর্ষা পওয়ার।


গুজরাত টাইটান্সকে হারিয়ে সদ্য আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই সুপার কিংস। মহেন্দ্র সিংহ ধোনির হাতে পঞ্চম আইপিএল ট্রফি তুলে দেওয়ার অন্যতম কারিগর রুতুরাজ গায়কোয়াড়। যিনি সিএসকে-র ওপেনার। ডেভন কনওয়ের সঙ্গে জুটি বেঁধে প্রায় প্রত্যেক ম্যাচে দলকে দারুণ শুরু দিচ্ছিলেন রুতুরাজ। মহারাষ্ট্রের ২৬ বছরের ক্রিকেটার ১৬ ম্যাচে ৫৯০ রান করেছেন। 


চেন্নাই সুপার কিংসের আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার রাতে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। দেখা গিয়েছিল, সিএসকে-র ড্রেসিংরুমে রুতুরাজ ও ধোনির সঙ্গে বসে ছবি তুলেছেন এক মহিলা। রুতুরাজ সেই ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়ে লেখেন, 'আমার জীবনের দুই ভিআইপি'। পরে জানা যায়, ওই মহিলাই উৎকর্ষা। রুতুরাজের বাগদত্তা। 


 






তারপর থেকেই রুতুরাজের হবু স্ত্রীকে নিয়ে কৌতূহল সোশ্যাল মিডিয়ায়। অনেকেই জানতে চান, কে এই উৎকর্ষা?


উৎকর্ষা নিজে ক্রিকেটার। মহারাষ্ট্রের মহিলা ক্রিকেট দলের হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলেছেন। ২৪ বছর বয়সী উৎকর্ষার বাড়িও পুণেতে। একটা সময় ফুটবল ও ব্যাডমিন্টন খেলতেন। ১১ বছর বয়সে ক্রিকেটে হাতেখড়ি। পরে তিনি মহারাষ্ট্রের মহিলা ক্রিকেট দলে সুযোগ পান। পুণেতে নিউট্রিশন ও ফিটনেস সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন।


 






উৎকর্ষা অবশ্য রুতুরাজের মতো শুধু ব্যাটার নন। বরং তিনি অলরাউন্ডার। ডানহাতি জোরে বোলার। ডানহাতি ব্যাটার। তবে শেষ ম্যাচ খেলেছেন ১৮ মাস আগে। ঘটনাচক্রে, রুতুরাজও পুণের বাসিন্দা। মহারাষ্ট্রের হয়েই ঘরোয়া ক্রিকেটে খেলেন।



আরও পড়ুন: মহিলাদের এশিয়া কাপের ভারতীয় 'এ' দলে বাংলার তিতাস সাধু