IND vs WI T20: শেষ ম্যাচে ঈশানের পরিবর্তে রুতুরাজ? কী বলছেন প্রাক্তন ভারতীয় ওপেনার?

IND vs WI T20: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজেও জয় ছিনিয়ে নিয়েছে রোহিত শর্মার দল। ফলে শেষ ম্যাচ আপাতদৃষ্টিতে নিয়মরক্ষার হয়ে দাঁড়িয়েছে।

Continues below advertisement

কলকাতা: প্রথম ২ টি-টোয়েন্টি ম্যাচে জয় পেয়েছে ভারতীয় দল। ওয়েস্ট ইন্ডিজের (west indies) বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজেও জয় ছিনিয়ে নিয়েছে রোহিত শর্মার (rohit sharma) দল। ফলে শেষ ম্যাচ আপাতদৃষ্টিতে নিয়মরক্ষার হয়ে দাঁড়িয়েছে। এবার তাই শেষ টি-টোয়েন্টি ম্যাচে ভারতীয় একাদশে বেশ কিছু বদল করা হতে পারে। সেক্ষেত্রে ঈশান কিষাণের বদলি হিসেবে খেলানো হতে পারে রুতুরাজ গায়কোয়াডকে। প্রাক্তন ভারতীয় ওপেনার ওয়াসিম জাফর যদিও মনে করেন ঈশান কিষাণকে শেষ ম্যাচে খেলানো হোক। আর শ্রীলঙ্কা সিরিজে সুযোগ দেওয়া হোক রুতুরাজকে। 

Continues below advertisement

শিখর ধবন করোনা আক্রান্ত হওয়ার পর দলে সুযোগ পেয়েছিলেন ঈশান কিষাণ। কিন্তু টি-টোয়েন্টি সিরিজের শেষ ২ ম্যাচে ওপেনে নেমে একবারেই নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। সেক্ষেত্রে রুতুরাজ গত বছর দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হওয়া সিরিজ থেকে শুরু করে পরপর ৩টি সিরিজে জাতীয় দলের অঙ্গ ছিলেন। কিন্তু এখনও পর্যন্ত সুযোগ মেলেনি প্রথম একাদশে খেলার। এই পরিস্থিতিতে জাফর বলছেন, ''আমি বলব শেষ ম্যাচেও ঈশানকেই খেলানো হোক। আর তার শ্রীলঙ্কা সিরিজে রুতুরাজকে সুযোগ দেওয়া হোক। শুধুমাত্র একটি ম্যাচে নয়, গোটা সিরিজে সুযোগ দেওয়া উচিত রুতুরাজকে।''

ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় টি-টোয়েন্টিতেও হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিল ভারত। সেই সঙ্গে ইডেনে আর একটি মাইলফলকও তৈরি হয়ে গেল শুক্রবার। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে একশোতম জয় পেল টিম ইন্ডিয়া (Team India)।

শেষ ওভারে ম্যাচ জিততে ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন তখন ২৫ রান। ইডেন গার্ডেন্সের (Eden Gardens) ক্লাব হাউসের আপার টিয়ারে হাজির কয়েকশো দর্শক ধরেই নিয়েছিলেন, হাসতে হাসতে ম্যাচ জিতবে ভারত। কিন্তু হর্ষল পটেলকে পরপর দুই বলে দুই ছক্কা মেরে ম্যাচ জিইয়ে রেখেছিলেন রভম্যান পাওয়েল। সেই পাওয়েল, ব্যক্তিগত ৩৮ রানের মাথায় যাঁর ক্যাচ ফেলেছিলেন ভুবনেশ্বর কুমার। সিএবি কর্তারা যেন খুশিই হয়েছিলেন। ওয়েস্ট ইন্ডিজের জয় মানে যে সিরিজ ১-১ হয়ে যাওয়া। আর রবিবার অর্ধেক ভরা ইডেনের সামনে সিরিজের ফয়সালা হওয়ার মাহেন্দ্রক্ষণ।

কিন্তু ওয়েস্ট ইন্ডিজের ঘুরে দাঁড়ানোর স্বপ্নের সলিলসমাধি ঘটিয়ে দিল ভারত (Ind vs WI)। ৮ রানে ক্যারিবিয়ান-বধ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয় সম্পন্ন করে ফেলল টিম ইন্ডিয়া।

Continues below advertisement
Sponsored Links by Taboola