নয়াদিল্লি : এর আগে ২০২৪ টি২০ বিশ্বকাপের দলে রিঙ্কু সিংহের জায়গা না হওয়ায় সমালোচনা শুরু হয়েছিল। যদিও ভারত বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ায় বিষয়টি ধামাচাপা পড়ে যায়। এবার একই রকম প্রশ্ন উঠতে শুরু করেছে ঋতুরাজ গায়কোয়াডকে নিয়ে। প্রথমে আইপিএল ও পরে জিম্বাবোয়ে সফরে ভাল ব্যাট করা সত্ত্বেও, শ্রীলঙ্কা সফরে জায়গা হয়নি এই ব্যাটারের। তারপর থেকেই ক্রিকেট মহলের অনেকেই এনিয়ে প্রশ্ন তুলেছেন। দুই ক্রিকেটারই নিজেদের যোগ্যতা প্রমাণ করা সত্ত্বেও বাদ পড়ায় এনিয়ে চর্চা শুরু হয়েছে। এক্ষেত্রে টিম কম্বিনেশন ও ভিন্ন গোত্রের খেলোয়াড় বেছে নেওয়ার কথা বলছেন নির্বাচকরা। কিন্তু, নির্বাচকদের এই সিদ্ধান্তে অনেকেই তাঁদের অসন্তোষের কথা জানিয়েছেন। এবার এনিয়ে সরব হলেন প্রাক্তন ভারতীয় ও চেন্নাই সুপার কিংসের ব্যাটার এস বদ্রিনাথ।
নির্বাচন কমিটিকে আক্রমণ করে মন্তব্য করা একটি ভিডিও নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন বদ্রিনাথ। তিনি পরিষ্কার বলেছেন যে, শ্রীলঙ্কা সিরিজের জন্য গায়কোয়াড় জায়গা না পাওয়ায় তিনি অবাক। ভিডিওয় তাঁর মন্তব্য থেকেই স্পষ্ট যে ঋতুরাজ ভাল পারফর্ম করা সত্ত্বেও তাঁকে বেছে না নেওয়ার বিষয়টি তিনি মেনে নিতে পারেননি।
তিনি সুর চড়িয়ে বলেন, "যখন ভারতীয় দলে রিঙ্কু সিংহ ও ঋতুরাজ গায়কোয়াড়ের মতো খেলোয়াড়দের বেছে নেওয়া হয় না , তখন মনে হয় দলে সুযোগ পাওয়ার জন্য খারাপ ভাবমূর্তি থাকতে হবে। মনে হয়, কোনও বলিউড অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক থাকতে হবে, ভাল মিডিয়া ম্যানেজার থাকতে হবে এবং শরীরে ট্যাটুও রাখতে হবে।"
সদ্য সমাপ্ত ভারতের জিম্বাবোয়ে সফরে ছিলেন ঋতুরাজ। ৭, ৭৭ ও ৪৯ রানের ইনিংস খেলেন তিনি। এরপর ৫ম টি২০ ম্যাচে তাঁকে বিশ্রাম দেওয়া হয়। কারণ, ভারত ইতিমধ্যেই সিরিজ জিতে নিয়েছিল।
সম্প্রতি টি২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে টিম ইন্ডিয়া। রোহিত শর্মা নেতৃত্ব বিশ্বজয় হয়েছে। এরপরই জিম্বাবোয়ে সফরে যায় ভারতীয় দল। তবে, এই দল ছিল তরুণে ঠাসা। সিরিজের প্রথম ম্যাচে ভারত হেরে গেলেও, পরে ঘুরে দাঁড়ায় টিম ইন্ডিয়া।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।