নয়াদিল্লি: আইপিএল-এ স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার দায়ে নির্বাসিত হওয়া শান্তাকুমারন শ্রীশান্তের সঙ্গে ট্যুইটারে বাদানুবাদে জড়ালেন আকাশ চোপড়া। তাঁর দাবি, শ্রীশান্তের হয়তো এখনও ক্রিকেট খেলার মতো ফিটনেস আছে। কিন্তু যিনি একবার স্পট বা ম্যাচ ফিক্সিং করে ধরা পড়েছেন, তাঁর আর দ্বিতীয় সুযোগ প্রাপ্য নয়। যিনি নিজের স্বার্থে দেশ ও ক্রিকেটের সঙ্গে প্রতারণা করেছেন, তাঁকে আর জাতীয় দলের প্রতিনিধিত্ব করার সুযোগ দেওয়া উচিত নয়।


আকাশের এই বক্তব্যের জবাবে শ্রীশান্ত বলেছেন, তিনি ফের দেশের হয়ে খেলবেন। আকাশ তাঁকে দেশদ্রোহী বললেও, তাঁর দেশের হয়ে খেলা আটকাতে পারবেন না। তিনি দেশের হয়ে খেলবেন এবং আকাশ সেই ম্যাচে ধারাভাষ্যকার হিসেবে থাকবেন।