কলকাতা: দৃষ্টিহীনদের প্রতি তাঁর দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে ‘কাবিল’। যাঁরা দৃষ্টিহীন, তাঁরাও সমাজে কী বিরাট অবদান রাখেন, তা বুঝতে পারছেন তিনি। বললেন হৃতিক রোশন। হৃতিক জানিয়েছেন, এবার প্রতিবন্ধীদের জন্য কাজ করতে চান তিনি, চান তাঁদের জন্য প্রচার করতে।
৪৩ বছরের জন্মদিনে নিজের চোখদুটি মরণোত্তর দান করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন হৃতিক। তাঁর কথায়, আমরা দৃষ্টিহীনদের ইচ্ছে অনিচ্ছের কোনও খবর রাখি না। এক কথায়, তাঁদের ব্যাপারে আমরা অন্ধ। তাই দেখতে পাই না, সমাজের নানা ক্ষেত্রে কীভাবে তাঁরা নিজস্ব স্বাক্ষর রেখে চলেছেন।
হৃতিকের আশা, ছবিতে যেভাবে অন্ধদের দেখানো হয়, সেই স্টিরিওটাইপ চিত্রন ভাঙতে সাহায্য করবে তাঁর ছবি ‘কাবিল’। ছবিতে যেভাবে দৃষ্টিহীনদের এতদিন দেখানো হয়েছে, আদপে তাঁরা তা নন। তাঁরা অক্ষম নন, অসমর্থ তো ননই। সত্যি সব সময় গুরুত্বপূর্ণ, তাকে বাদ দিয়ে উন্নয়ন কখনওই সম্ভব নয়।
প্রতিবন্ধীদের জন্য প্রচার করবেন ‘কাবিল’ নায়ক হৃতিক
ABP Ananda, Web Desk
Updated at:
04 Feb 2017 03:38 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -