তিরুঅনন্তপুরম: ক্রিকেটের ইতিহাসে দ্রুততম ডেলিভারি করার রেকর্ড রয়েছে শোয়েব আখতারের সাফল্যের ঝুলিতে। ২০০৩ বিশ্বকাপে কেপ টাউনে ইংল্যান্ডের বিরুদ্ধে রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের একটি ডেলিভারির গতি ছিল ঘণ্টায় ১৬১.৩ কিমি (১০০.২৩ মাইল প্রতি ঘণ্টা)।

তবে বর্তমান ক্রিকেটারদের মধ্যে দুই পেসার সেই রেকর্ড ভেঙে দিতে পারেন বলে মনে করছেন এস শ্রীসন্থ। কেরলের পেসার বলেছেন, ‘মিচেল স্টার্ক পারে। উমেশ যাদবেরও আখতারের রেকর্ড ভেঙে দেওয়ার মতো গতি আছে।’

আখতারের রেকর্ডের কাছাকাছি গিয়েছেন অনেকে। তবে স্টার্ক, ব্রেট লি, শন টেট, ডেল স্টেইনরা ঘণ্টায় ১৬০ কিলোমিটার গতিতেই থেমে গিয়েছেন। আখতারের রেকর্ড ভাঙতে পারেননি। শ্রীসন্থ বলেছেন, ‘আমি শোয়েব আখতারের বড় ভক্ত। যখনই আমার সঙ্গে দেখা হয়েছে, বলেছে গতির সঙ্গে আপোস কোরো না। নিজের সর্বোচ্চ গতিতে বল করো।’