নয়াদিল্লি: টেরিটোরিয়াল আর্মির সঙ্গে জম্মু ও কাশ্মীরে থাকায় ওয়েস্ট ইন্ডিজ সফরে যাননি। এবার ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজেও অনিশ্চিত মহেন্দ্র সিংহ ধোনি। ফলে উইকেটরক্ষক হিসেবে ঋষভ পন্থেরই দলে থাকার সম্ভাবনা উজ্জ্বল।
এ বিষয়ে এক বিসিসিআই কর্তা বলেছেন, ‘টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দল ২২টি ম্যাচ খেলবে। নির্বাচকদের লক্ষ্য স্পষ্ট। তাঁরা ভবিষ্যতের কথা ভাবছেন। তাঁরা সীমিত ওভারের ফর্ম্যাট, বিশেষ করে টি-২০ ম্যাচের জন্য তিনজন উইকেটরক্ষককে তৈরি রাখতে চাইছেন।’
ধোনির বিষয়ে এই কর্তার মন্তব্য, ‘অবসরের সিদ্ধান্ত ব্যক্তিগত। অন্য কারও এ বিষয়ে কিছু বলার নেই। তবে নির্বাচকরা ২০২০ টি-২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে ঋষভ পন্থকে বেশি সুযোগ দিতেই পারেন।’
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজের দল ঘোষণা হতে পারে ৪ সেপ্টেম্বর। প্রথম ম্যাচ ১৫ সেপ্টেম্বর ধর্মশালায়। পরের দু’টি ম্যাচ ১৮ সেপ্টেম্বর মোহালিতে এবং ২২ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে। বিসিসিআই সূত্রে খবর, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজে যে দল খেলেছিল, সেটিতে বদলের সম্ভাবনা কম। পন্থের পাশাপাশি উইকেটরক্ষক হিসেবে সঞ্জু স্যামসন ও ঈশান কিষাণের কথাও ভাবছেন নির্বাচকরা। তবে প্রথম পছন্দের উইকেটরক্ষক অবশ্যই পন্থ।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজেও অনিশ্চিত ধোনি, দলে থাকছেন পন্থই
Web Desk, ABP Ananda
Updated at:
28 Aug 2019 04:00 PM (IST)
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজের দল ঘোষণা হতে পারে ৪ সেপ্টেম্বর।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -