কেপটাউন: দ্বিতীয় ইনিংসে তরুণ পেসার কাসিগো রাবাদার বিধ্বংসী স্পেলের সুবাদে শ্রীলঙ্কাকে ২৮২ রানে হারিয়ে সিরিজে ২-০ এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। সিরিজে বাকি আর মাত্র একটি টেস্ট। ফলে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে গেল ফাফ দু প্লেসির দল।


এই টেস্টে প্রথম ইনিংসে ডিন এলগার (১২৯) ও কুইন্টন ডি ককের (১০১) শতরানের সুবাদে ৩৯২ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে মাত্র ১১০ রানেই শেষ হয়ে যায় শ্রীলঙ্কার প্রথম ইনিংস। দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ২২৪ রান করে ডিক্লেয়ার করে দেয় দক্ষিণ আফ্রিকা। ৫০৭ রানের টার্গেট তাড়া করতে নেমে ২২৪ রানেই শেষ হয়ে যায় শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংস। রাবাদা প্রথম ইনিংসে ৩৭ রানে ৪ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৫৫ রানে ৬ উইকেট নিয়েছেন। শ্রীলঙ্কার কোনও ব্যাটসম্যানই এই টেস্টে অর্ধশতরান করতে পারেননি। ব্যাটিং ব্যর্থতাই অ্যাঞ্জেলো ম্যাথুজের দলকে বড় হারের মুখে ফেলল।