২০২১ পর্যন্ত হকি দলের স্পনসর সহারা
Web Desk, ABP Ananda | 05 Jan 2017 05:14 PM (IST)
নয়াদিল্লি: ভারতীয় হকি দলের সঙ্গে স্পনসরশিপের চুক্তি বাড়িয়ে ২০২১ সাল পর্যন্ত করল সহারা গ্রুপ। ১৯৯৫ থেকে জাতীয় হকি দলের স্পনসর সহারা। সেই চুক্তি বাড়ায় খুশি হকি ইন্ডিয়া। সহারা ইন্ডিয়া পরিবারের আধিকারিক অভিজিৎ সরকার বলেছেন, ‘হকি আমাদের জাতীয় খেলা। জুনিয়র, সিনিয়র, পুরুষ ও মহিলা দলের পারফরম্যান্সে আমরা গর্বিত। হকির উন্নতির সঙ্গে যুক্ত থাকার বিষয়ে দায়বদ্ধ আমরা।’ হকি ইন্ডিয়ার সভাপতি মরিয়াম্মা কোশি বলেছেন, সহারা গ্রুপ হকি দলের পাশে থাকায় তাঁরা খুশি। এই সাহায্য ছাড়া হকি দলের পক্ষে সাফল্য অর্জন করা সম্ভব হত না।