জোহানেসবার্গ: ভারতের বিরুদ্ধে পূর্ণাঙ্গ টেস্ট সিরিজে পাওয়া যাবে না কুইন্টন ডি কককে (Quinton De Kock)। অন্তত তেমনই সম্ভাবনা। প্রোটিয়া উইকেট কিপারের স্ত্রী শাসা সন্তানসম্ভবা। এই পরিস্থিতিতে স্ত্রীর পাশে থাকতেই হয়ত সিরিজের শেষ ২ টেস্ট (test) থেকে হয়ত সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিতে পারেন ডি কক। আগামী জানুয়ারিতেই সন্তানের জন্ম দিতে পারেন শাসা। তাই জৈব সুরক্ষা বলয়ে থেকে বেরিয়ে পরিবারের পাশে থাকার সিদ্ধান্ত নিতে পারেন ডি কক। 


আগামী ২৬ ডিসেম্বর প্রথম টেস্ট খেলতে নামবে ২ দল। দক্ষিকা আফ্রিকা (south africa) সফরে শেষবার গিয়ে টেস্ট (test) সিরিজ হারতে হয়েছিল। কিন্তু এবার সুবর্ণ সুযোগ রয়েছে বিরাট, রোহিতদের (rohit sharma) সামনে টেস্ট সিরিজ জিতে আসার। সম্প্রতি নিউজিল্যান্ডের (new zeland) বিরুদ্ধে ১-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতে নিয়েছে টিম ইন্ডিয়া। কিন্তু এবার শক্ত গাঁট বিদেশের মাটিতে। ভারতীয় দল কি পারবে ট্রফি জিতে আসতে। সেদিকেই তাকিয়ে সবাই।


মুম্বইয়ে অনুশীলনের সময় বাম হ্যামস্ট্রিংয়ে চোট পেলেন ভারতের টেস্ট দলের সহ অধিনায়ক রোহিত শর্মা। এরফলে দক্ষিণ আফ্রিকা সফরে তিন টেস্টের সিরিজ থেকে ছিটকে গেলেন রোহিত। তাঁর জায়গায় দলে নেওয়া হয়েছে প্রিয়াঙ্ক পাঞ্চালকে। বিসিসিআই সূত্রে এ কথা জানানো হয়েছে। 


 রোহিতের এক ঘনিষ্ঠ সূত্রে জানানো হয়েছে যে, তারকা ব্যাটার রোহিতের হাতে কিছু সমস্যা রয়েছে। মেডিক্যাল টিম তা মেটানোর চেষ্টা করছে। এরইমধ্যে বিসিসিআইয়ের এক আধিকারিক জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে টেস্টে ৯৬ রান করেছিলেন পাঞ্চাল। তাঁকেই রোহিতের পরিবর্ত হিসেবে টেস্ট স্কোয়াডে ডাকা হয়েছে। বোর্ডের এক আধিকারিক জানান, আজ রাতের মধ্যেই মুম্বইয়ের হোটেলে পাঞ্চালকে রিপোর্ট করতে বলা হয়েছে। তিনি সদ্যই দক্ষিণ আফ্রিকাতে খেলেছেন এবং রানও করেছেন। তাই তাঁকে দলে যোগ দিতে বলা হয়েছে।


আরও পড়ুন: পুরো প্রোটিয়া সফরেই বিরাট-রোহিত সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা নেই