মুম্বই: বিরাট কোহলি, রোহিত শর্মা দূরত্ব কী বেড়েছে ভারতীয় দলে? এই প্রশ্ন যেন আরও উসকে গেল। চোটের জন্য দক্ষিণ আফ্রিকার (south africa) বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছেন রোহিত শর্মা (rohit sharma)। ফলে বিরাটের (virat kohli) নেতৃত্বে তাঁকে খেলতে হচ্ছে না। আবার ওয়ান ডে সিরিজে (one day) রোহিত যদি ফিরেও আসেন চোট সারিয়ে, তাহলেও ২ জনের একসঙ্গে খেলার সম্ভাবনা নেই। কারণ সীমিত ওভারে সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিতে পারেন বিরাট কোহলি।
মুম্বইয়ে অনুশীলনের সময় বাম হ্যামস্ট্রিংয়ে চোট পেলেন ভারতের টেস্ট দলের সহ অধিনায়ক রোহিত শর্মা (rohit sharma)। এরফলে দক্ষিণ আফ্রিকা সফরে তিন টেস্টের সিরিজ থেকে ছিটকে গেলেন রোহিত। তাঁর জায়গায় দলে নেওয়া হয়েছে প্রিয়াঙ্ক পাঞ্চালকে। বিসিসিআই (bcci) সূত্রে এ কথা জানানো হয়েছে।
অন্যদিকে আবার বিরাট কোহলি জানুয়ারিতে ওয়ান ডে সিরিজের সময় ক্রিকেট থেকে বিরতি চেয়েছেন। এই বিষয়ে বিসিসিআইকে জানিয়েও দিয়েছেন তিনি। জানুয়ারিতে মেয়ে ভামিকার প্রথম জন্মবার্ষিকী। তাই মেয়ের জন্মদিন উদযাপনে ওয়ান ডে সিরিজ থেকে সরে দাঁড়াতে চেয়েছেন বিরাট। সেক্ষেত্রে বিরাট যদি সরে দাঁড়ান তবে গোটা দক্ষিণ আফ্রিকা সিরিজেই মাঠে একসঙ্গে খেলার সম্ভাবনা নেই বিরাট-রোহিতের।
রোহিতের এক ঘনিষ্ঠ সূত্রে জানানো হয়েছে যে, তারকা ব্যাটার রোহিতের হাতে কিছু সমস্যা রয়েছে। মেডিক্যাল টিম তা মেটানোর চেষ্টা করছে। এরইমধ্যে বিসিসিআইয়ের এক আধিকারিক জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে টেস্টে ৯৬ রান করেছিলেন পাঞ্চাল। তাঁকেই রোহিতের পরিবর্ত হিসেবে টেস্ট স্কোয়াডে ডাকা হয়েছে। বোর্ডের এক আধিকারিক জানান, আজ রাতের মধ্যেই মুম্বইয়ের হোটেলে পাঞ্চালকে রিপোর্ট করতে বলা হয়েছে। তিনি সদ্যই দক্ষিণ আফ্রিকাতে খেলেছেন এবং রানও করেছেন। তাই তাঁকে দলে যোগ দিতে বলা হয়েছে।
আরও পড়ুন: বেঙ্কটেশ আইয়ার নয়, এই ক্রিকেটারকেই প্রোটিয়া সফরে দেখতে চাইছেন বেঙ্গসরকার