পার্ল: অধিনায়ক হিসেবে তাঁকে আর কখনও দেখা যাবে না ভারতীয় দলের জার্সিতে। কিন্তু বিরাট কোহলিকে পাওয়া গেল সেই পুরোনো মেজাজেই। আগ্রাসন ছাড়া তাঁকে মানায় না। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচেই খুঁজে পাওয়া গেল সেই চেনা বিরাটকে। তেম্বা বাভুমার সঙ্গে খেলার মাঝেই বাগবিতণ্ডায় জড়ালেন। সেই ভিডিও ভাইরাল হল মুহূর্তের মধ্যেই। ঠিক কী হয়েছিল?


ঘটনাটি ঘটে দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ের সময়। ৩৬ তম ওভারের খেলা চলছে। ৭৮ রান করে ক্রিজে ব্যাট করছেন তেম্বা বাভুমা। বল করছিলেন যুজবেন্দ্র চাহাল। ঠিক সেই সময় সিলি মিড অফে ফিল্ডিং করছিলেন বিরাট কোহলি। বাভুমা একটি বল খেললে সেই বলটি বিরাটের কাছে যায়। সেখান থেকে পালটা বলটি কিপারের উদ্দেশে ছুড়ে মারেন বিরাট। কিন্তু আর একটু হলেই সেই থ্রো গায়ে লাগত বাভুমার। বিরাটের দিকে তখনই তাকান ও কিছু বলার চেষ্টা করেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক। ব্যস, পাল্টা কিছু বলবেন না প্রাক্তন ভারত অধিনায়ক, তা কি হয় না কি। বিরাটও মুখ খুললেন। কিছু উত্তপ্ত বাক্য বিনিময় হয় ২ জনের মধ্যে। 


 






এদিকে, এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমা। ওপেনিংয়ে নেমেছিলেন জানেমান মালান ও ডি কক। দলীয় ১৯ রানের মাথায় প্রথম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। মাত্র ৬ রান করে ফিরে যান মালান। তাঁকে ফিরিয়ে দেন বুমরা। এরপর বাভুমা এসে ডি ককের সঙ্গে স্কোর বোর্ডে এগিয়ে নিয়ে যেতে থাকেন। অশ্বিনের বলে ২৭ রান করে প্যাভিলিয়নে ফিরে যান ডি কক। মাত্র ৪ রান করে ভেঙ্কটেশ আইয়ারের দুর্দান্ত থ্রোয়ে রান আউট হয়ে ফিরে যান মার্করাম। মাত্র ৬৮ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বসেছিলেন দক্ষিণ আফ্রিকা। এরপর ক্রিজে আসেন ডুসেন। বাভুমা ও ডুসেন মিলে দলকে এগিয় নিয়ে যেতে থাকেন। ২ জনে মিলে বোর্ডে ২০৪ রান যোগ করেন। বাভুমা ১১০ ও ভ্যান ডার ডুসেন অপরাজিত ১২৯ রান করেন। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৯৬ রান বোর্ডে তুলে নেয় দক্ষিণ আফ্রিকা।