‘লেজেন্ড’ সচিনের সঙ্গে বিরাটের তুলনা ঠিক নয়, বললেন কপিল দেব
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 09 Apr 2016 03:18 PM (IST)
কলকাতা: এখনই সচিন তেন্ডুলকরের সঙ্গে তাঁর নাম টেনে এনে তুলনা টানা হচ্ছে। কিন্তু কপিল দেব মনে করেন, সচিনের পাশে রেখে তাঁর সঙ্গে তুলনা করা উচিত নয় বিরাট কোহলির। সচিন লেজেন্ড, বলেছেন অতীতের তারকা অল রাউন্ডার। আজ এখানে এক অনুষ্ঠানে ১৯৮৩-র বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ককে প্রশ্ন করা হলে তিনি বলেন, দুদনের তুলনা টানার কী প্রয়োজন? সচিন নিজগুণেই কিংবদন্তী। বিরাট কোহলি এখনও ক্রিকেট জীবনের প্রাথমিক পর্যায়ে। সুতরাং ওঁদের দুজনের তুলনা করা সমীচিন বলে মনে করি না। ভারতের একদিন-টি ২০ দলের অধিনায়ক বাছাইয়ের বিষয়টি ৫ নির্বাচকের ওপরই ছেড়ে দেওয়া উচিত বলেও অভিমত জানিয়েছেন কপিল। ভারত টি ২০ বিশ্বকাপে ব্যর্থ হয়েছে বলে কি মহেন্দ্র সিংহ ধোনির অধিনায়ক পদ ছাড়া উচিত, প্রশ্ন করা হলে তিনি বলেন, ধোনি কিন্তু অসংখ্যবার ভারতকে গর্বিত করেছেন। নির্বাচকরা যখনই মনে করবেন, ধোনিকে বদল করা দরকার, তখন তাঁরাই যা করার করবেন।