মুম্বই: তাঁকে বাবা রমেশ তেন্ডুলকর যে উপদেশ দিয়েছিলেন, ছেলে অর্জুনকে সেই বার্তাই দিলেন সচিন। তিনি বলেছেন, শর্ট কাটে সাফল্য আসে না। কঠোর পরিশ্রম করতে হয়। কোনও বিষয়েই তিনি ছেলের উপর চাপ সৃষ্টি করেন না বলেও জানিয়েছেন সচিন।


বাঁ হাতি পেসার অর্জুন সদ্যসমাপ্ত টি-২০ মুম্বই লিগে বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও ভাল পারফরম্যান্স দেখিয়েছেন। সেমিফাইনালে অবশ্য ভাল খেলতে পারেননি তিনি। এই পারফরম্যান্স দেখে ছেলের বিষয়ে সচিন বলেছেন, ‘ও আবেগপ্রবণ। আমি কখনও ওকে কোনও বিষয়ে বাধ্য করি না। আমি ওকে ক্রিকেট খেলতে বলিনি। ও আগে ফুটবল খেলত, তারপর দাবা খেলা শুরু করে। এখন ও ক্রিকেট খেলছে। আমি ওকে বলেছি, কোনওদিন শর্ট কাট নিতে যাবে না। আমার বাবা এটা বলেছিলেন। আমি অর্জুনকে সেটাই বলেছি। ওকে কঠোর পরিশ্রম করতে হবে। ও কতটা সাফল্য পাবে, সেটা ওর উপরই নির্ভর করছে।’

সচিন আরও বলেছেন, ‘অর্জুনের কাছ থেকে দল যেটা চাইছে, ওকে সেটাই করতে হবে। টি-২০ মুম্বই লিগ খুব ভাল মঞ্চ। ওঠা-নামার মধ্যে দিয়েই সত্যিকারের অভিজ্ঞতা হয়। নিজেকে গড়ে তুলতে হয়। এটা একটা প্রক্রিয়া। আমি অর্জুনকে বলেছি, ফল কী হবে, সেটা ঈশ্বরের হাতে। তবে চেষ্টা করা আমাদের হাতে।’