মুম্বই: বিশ্ব ক্রিকেটের একমাত্র ব্যাটার তিনি। যাঁর ঝুলিতে রয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ সেঞ্চুরির মালিক। আজকের দিনেই ২০১২ সালে এই অনন্য মাইলস্টোন স্পর্শ করেছিলেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। মিরপুরের শের-ই-বাংলা (Sher-E-Bangla) স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে এশিয়া কাপের (Asia Cup) ম্য়াচে এই নজির গড়েছিলেন মাস্টার ব্লাস্টার। সেই ম্য়াচে ১১৪ রানের ইনিংস খেলেছিলেন সচিন তেন্ডুলকর। যদিও ম্য়াচটি ভারত ৫ উইকেটে হেরে যায় সেদিন।


সেদিন গৌতম গম্ভীরের সঙ্গে ওপেনিংয়ে নেমেছিলেন সচিন তেন্ডুলকর। ১৪৭ বলে ১১৪ রানের ইনিংস খেলেছিলেন সচিন। নিজের ইনিংসে ১২টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকিয়েছিলেন মাস্টার ব্লাস্টার। সেদিন প্রথমে ব্যাটিং করতে নেমে ২৮৯/৫ বোর্ডে তুলে নিয়েছিল ভারত। জবাবে রান তাড়া করতে নেমে ৫ উইকেট হারিয়েই ম্য়াচে জয় ছিনিয়ে নেয় টাইগাররা। সেদিন প্রথমে ব্যাটিং করতে নেমে ভারতীয় দল শুরুতেই গৌতম গম্ভীরের উইকেট হারায়। এরপর বিরাট কোহলির সঙ্গে ১৪৮ রানের পার্টনারশিপ গড়ে তোলেন সচিন। কোহলি সেদিন ৬৬ রানের ইনিংস খেলেন। সচিন তাঁর ইনিংসটি খেলার ফাঁকে ৬৩ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন। শতরান পূরণ করেন ১৩৯ বলে। ভারতীয় ইনিংসের ৪৭ তম ওভারে মাশরাফি মুর্তাজা সচিনের উইকেট তুলে দেন। মুশফিকুর রহিম তালুবন্দি করেন সচিনের ক্যাচ।


সেদিন ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৮৯ বোর্ডে তুলেছিল ভারত। সুরেশ রায়না ৫১ রানের ইনিংস খেলেন। এম এস ধোনি ১১ বলে ২১ রানের ইনিংস খেলে অপরাজিত থেকে যান। রোহিত শর্মা ৪ রান করে রান আউট হন। জবাবে রান তাড়া করতে নেমে ৫ উইকেট হারিয়েই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় বাংলাদেশ শিবির। 


 






সচিনই একমাত্র ক্রিকেটার যিনি বিশ্ব ক্রিকেটে একশো সেঞ্চুরি করেছেন। তার পর দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতেরই বিরাট কোহলি। প্রাক্তন ভারত অধিনায়ক ৮০টি শতরান হাঁকিয়ে ফেলেছেন এখনও পর্যন্ত। তৃতীয় স্থানে রয়েছেন রিকি পন্টিং। তিনি ৭১ সেঞ্চুরির মালিক। শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক কুমার সাঙ্গাকার ৬৩ ও জ্যাক কালিস ৬২ শতরানের মালিক। ওয়ান ডে ফর্ম্য়াটে সচিনের ৪৯ শতরানের রেকর্ড কিছুদিন আগেই ভেঙে ফেলেছেন বিরাট। কিং কোহলিই এখন ওয়ান ডে ফর্ম্য়াটে বিশ্বের সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক। তিনি ৫০টি ওয়ান ডে শতরান হাঁকিয়েছেন। বিশেষজ্ঞরা মনে করেন, আর কিছু বছর খেললেও সচিনের ১০০ সেঞ্চুরির রেকর্ডও টপকে যেতে পারেন বিরাট।