Job News: সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া গ্রেড এ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের (SEBI Recruitment 2024) পদে নিয়োগ করতে চলেছে এবং এই মর্মে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে। জেনারেল, লিগাল, ইনফরমেশন ইত্যাদি বিভিন্ন বিভাগে হবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ করবে সেবি। আপনি যদি এই পদে কাজের জন্য আগ্রহী হয়ে থাকেন, তাহলে দেখে নিন কী কী যোগ্যতা লাগবে, কীভাবেই বা আবেদন করবেন।


শূন্যপদ


মোট ৯৭টি শূন্যপদে নিয়োগ করবে সেবি (SEBI Recruitment 2024)। তাঁর মধ্যে বিভিন্ন বিভাগ বিভাজন আছে। জেনারেল বিভাগে ৬২ জন, লিগাল বিভাগে ৫ জন, ইনফরমেশন টেকনোলজি বিভাগে ২৪ জন, ইঞ্জিনিয়ারিং (ইলেকট্রিকাল) বিভাগে ২ জন, রিসার্চ বিভাগে ২ জন এবং অফিসিয়াল ল্যাঙ্গোয়েজ বিভাগে ২ জন নেওয়া হবে সেবিতে।


বয়সসীমা


আগ্রহী প্রার্থীদের বয়সের উর্ধ্বসীমা হতে হবে ৩০ বছরের মধ্যে। ৩১ মার্চ, ২০২৪ পর্যন্ত এই বয়স গণনা হবে। একইসঙ্গে বলা হয়েছে যে প্রার্থীর বয়স যেন কোনওভাবেই ১ এপ্রিল ১৯৯৪-এর আগে না হয়।


নির্বাচনের পদ্ধতি


মূলত তিনটি ধাপে এই নির্বাচন হবে প্রার্থীদের। এই তিনটি ধাপে প্রার্থীর পারফরম্যান্স দেখে তবেই নির্বাচন হবে। প্রথম ধাপে থাকছে দুটি পেপারের একটি অনলাইন পরীক্ষা। এই প্রথম ধাপে নির্বাচিত প্রার্থীরাই বসতে পারবেন দ্বিতীয় ধাপের পরীক্ষায়। শেষ ধাপে থাকছে ইন্টারভিউ, এই দুটি ধাপে উত্তীর্ণ প্রার্থীদের ইন্টারভিউর জন্য ডাকা হবে।


কাজের স্থান


নির্বাচিত প্রার্থীরা কাজের জন্য সংস্থার পক্ষ থেকেই থাকার জায়গা পাবেন। তবে তাঁকে ভারতের যে কোনও শাখায় পাঠানো হবে। এক্ষেত্রে বিভাগ প্রাধান্য পাবে না।


আবেদনের ফি


সেবির (SEBI Recruitment 2024) অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের পদে কাজ করার জন্য আগ্রহী প্রার্থীদের অসংরক্ষিত, ওবিসি কিংবা ইডব্লিউএস প্রার্থীদের আবেদন ফি হিসেবে দিতে হবে ১০০০ টাকা। অন্যদিকে তপশিলি জাতি, তপশিলি উপজাতি এবং বিশেষভাবে প্রতিবন্ধী প্রার্থীদের জন্য আবেদনের ফি মাত্র ১০০ টাকা।


বেতনক্রম


অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে কাজের জন্য প্রাথমিকভাবে ২ বছরের প্রবেশন পিরিয়ড থাকবে। এই পদে কাজের জন্য প্রার্থী ন্যূনতম ৪৪৫০০ টাকা বেতন পাবেন। সমস্ত অ্যালাউয়েন্স মিলিয়ে তিনি ১,৪৯,৫০০ টাকা বেতন পাবেন।  


কবে থেকে শুরু আবেদন


সেবির পক্ষ থেকে জানানো হয়েছে আগামী ১৩ এপ্রিল ২০২৪ থেকে শুরু হবে এই পদে নিয়োগের আবেদন প্রক্রিয়া।


আরও পড়ুন: WBCHSE Exam: সেমেস্টারে কম নম্বর পেলেও পাশের সুযোগ পাবেন পরীক্ষার্থীরা ? কী কী বদল এল উচ্চমাধ্যমিকে ?


Education Loan Information:

Calculate Education Loan EMI