মুম্বই: সদ্য বাবা হয়েছেন ক্রুণাল পাণ্ড্য (Krunal Pandya)। ক্রুণালের স্ত্রী পানখুড়ির শর্মা (Pankhuri Sharma) এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। সোশ্যাল মিডিয়ার মাধ্য়মে ক্রুণাল নিজেই এই সুখবরটি সকলকে জানিয়েছিলেন। এবার ক্রুণাল ও পানখুড়িকে শুভেচ্ছা জানালেন সচিনে তেন্ডুলকর (Sachin Tendulkar)। নিজের ট্যুইটারে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন মাস্টার ব্লাস্টার।
কী লিখেছেন সচিন?
ক্রুনালের বাবা হওয়ার খবরের পোস্টটি রি-ট্যুইট করে সচিন লিখেছেন, ''অনেক অনেক শুভেচ্ছা ২ জনকেই। অভিভাবকত্বের জন্য আগাম শুভেচ্ছা। অনেক অনেক আশীর্বাদ ও ভালবাসা রইল কবীরের জন্য।''
বহু বছর ডেটিংয়ের পর, ২০১৭ সালের ডিসেম্বরে দীর্ঘদিনের বান্ধবী পানখুড়ির সঙ্গে গাঁটছড়া বাঁধেন ক্রুণাল। তারকা অলরাউন্ডারের সমর্থনে বহু সময়ই পানখুড়িকে স্টেডিয়ামে গলা ফাটাতে দেখা গিয়েছে। তবে এ বারের আইপিএলে তাকে স্টেডিয়ামে দেখা যায়নি। আইপিএল শেষের মাস দু'য়েক পরেই ক্রুণালের ঘর আলো করে এল পুত্রসন্তান (Krunal Pandya baby boy)। নিজের শেয়ার করা সোশ্যাল মিডিয়া পোস্টে সদ্যোজাতর নামও জানিয়েছেন ক্রুণাল।
ক্রুণাল ও পানখুড়ির সন্তানের নাম রাখা হয়েছে কবীর। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবিতে ক্রুণালের পাশে সদ্যোজাতকে নিয়ে তার স্ত্রীকে বসে থাকতে দেখা গিয়েছে। ক্রুণাল তার পুত্রকে স্নেহের চুম্বনও দিয়েও একটি ছবি পোস্ট করেছেন। ৩১ বছর বয়সি তারকা অলরাউন্ডার সদ্যই ইংল্যান্ডের কাউন্টি দল ওয়ারউইকশায়ারে সই করেছেন। তার পরপরই এই সুখবর এল।
আরও পড়ুন: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্স, টিম ধবনের প্রশংসায় রোহিত