লন্ডন: ক্রিকেট ছাড়ার পর কখনও গল্ফ তো কখনও টেনিস আবার কখনও ফুটবল পায়েও দেখা গিয়েছে সচিন তেন্ডুলকরকে। তবে টেনিসের প্রতি মাস্টার ব্লাস্টারের প্রেম এই নতুন নয়। নিজে যখন ক্রিকেট খেলতেন তখনও সময় সুযোগ পেলেই ঢুঁ মারতেন টেনিস কোর্টে। ক্রিকেট ছাড়ার পরও সেই অভ্যেস বদলায়নি। এছাড়াও সবসময় টিভিতে চোখ রাখেন টেনিসের বড় ম্য়াচ থাকলেই। গতকাল উইম্বলডনের ফাইনালে (Wimbledon Final 2022) যথারীতি চোখ ছিল সচিনের (Sachin Tendulkar)। নোভাক জকোভিচের (Novak Djokovic) দুরন্ত জয়ের পর নিজের সোশাল মিডিয়ায় সার্বিয়ান তারকাকে প্রশংসায় ভরিয়ে দিলেন সচিন। উল্লেখ্য, গতকাল নিজের টেনিস কেরিয়ারে ২১ তম গ্র্যান্ডস্লাম জিতেছেন মাস্টার ব্লাস্টার।
শুভেচ্ছবার্তায় কী বললেন সচিন?
নিজের ট্যুইটারে নোভাক জকোভিচকে শুভেচ্ছাবার্তায় সচিন বলেন, ''টানা চারবার উইম্বলডন খেতাব জয়। অসাধারণ! সত্যি কোনও ভাষা নেই। নোভাক জকোভিচের ধৈর্য, লক্ষ্যে স্থির মনোভাব ও ধারাবাহিকতাই এতগুলো বছর ধরে ওঁর সাফল্যের চাবিকাঠি। খুব ভাল লাগল এটা দেখে যে ম্যাচের পর কির্গিয়সের প্রশংসা শোনা গেল জকোভিচের গলায়। উইম্বলডন কর্তৃপক্ষকেও সার্টিফিকেট দিয়েছে ওঁ।''
উল্লেখ্য, জয়ের পরেও নিজের প্রতিদ্বন্দ্বীকে দরাজ সার্টিফিকেট দিতো ভোলেননি জোকার। তিনি বলেন, ''তুমি প্রমাণ করেছ যে তুমি এই পর্যায়ে খেলার জন্য যোগ্য। তোমাকে শুভেচ্ছা জানাই। অফিশিয়ালি আমরা আজ থেকে ভাই-ভাই।''
পাল্টা জকোভিচকেও প্রশংসায় ভরিয়ে দেন কিরিয়স। বলেন, ''নোভাক ও তাঁর দলকে অভিনন্দন। তুমি এই চ্যাম্পিয়নশিপ এতবার জিতেছ যে ক'বার তা আমিও জানি না। তবে, এই ফলাফলে আমি খুশি। হয়তো, আবার কখনও এখানে আসব। কিন্তু, সে সম্বন্ধে এর বেশি এখনই কিছু জানি না।''