মুম্বই: কেরিয়ারের ৩০০ তম একদিনের ম্যাচ নিয়ে মহেন্দ্র সিংহ ধোনির কোনও মাথাব্যথা না থাকলেও, প্রাক্তন ক্রিকেটাররা অবশ্য ‘ক্যাপ্টেন কুল’-এর এই কৃতিত্ব নিয়ে মাতোয়ারা।


ধোনি নিজে এই মুহূর্তে কলম্বোয় শ্রীলঙ্কার বিরুদ্ধে চতুর্থ একদিনের ম্যাচ খেলতে ব্যস্ত। কিন্তু, ভারতে ধোনিকে অভিনন্দনের জোয়ারে ভাসালেন কিংবদন্তি সচিন তেন্ডুলকর।


এদিন সোশ্যাল মিডিয়ায় ধোনির সঙ্গে তাঁর একটি ছবি শেয়ার করে সচিন লেখেন, ৩০০ বারের জন্য একদিনের ক্যাপ পরা সত্যিই বিশেষ কৃতিত্ব। আশা করি, আজ তুমি দারুন ম্যাচ উপভোগ করবে।


https://twitter.com/sachin_rt/status/903154897549393920

ষষ্ঠ ভারতীয় ক্রিকেটার হিসেবে এই মাইলস্টোন অর্জন করলেন মাহি। ওই এলিট ক্লাবে রয়েছেন—সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, মহম্মদ আজহারউদ্দিন, সৌরভ গঙ্গোপাধ্যায় এবং যুবরাজ সিংহ।


এছাড়াও, আরেকটি বড় রেকর্ডের দুয়ারে দাঁড়িয়ে রয়েছেন এমএসডি। বিশ্বের প্রথম উইকেটরক্ষক হিসেবে একদিনের ম্যাচে ১০০টি স্টাম্পিং করা থেকে মাত্র একটি দূরে ধোনি।