মুম্বই: সিরিজ জয় আগেই হয়েছিল। এবার কফিনে শেষ পেরেক পুঁতে দিয়েছে ভারতীয় দল ধর্মশালায়। ইংল্যান্ডের বিরুদ্ধে ৪-১ ব্যবধানে সিরিজ জয়। ভারতীয় ক্রিকেট দলকে শুভেচ্ছাবার্তা পাঠালেন সচিন তেন্ডুলকর। সচিনদের সিরিজ জয়ের পর নিজের সোশ্য়াল মিডিয়ায় মাস্টার ব্লাস্টার লিখেছেন, ''প্রথম টেস্টে হারের পর পিছিয়ে ছিল দল। কিন্তু সেখানে থেকে ৪-১ ব্যবধানে সিরিজ জয়। দুর্দান্ত পারফরম্য়ান্স টিম ইন্ডিয়ার। দলের প্রত্যেক প্লেয়ার প্রত্যেকটি সুযোগকে কাজে লাগিয়েছে। অশ্বিন ও কুলদীপের দুর্দান্ত পারফরম্য়ান্স ধর্মশালা টেস্ট জয়ের পথে ভারতকে সাহায্য করেছে।''


 






স্টোকসদের হারের পর ইংল্যান্ড দলের বাজবল তত্ত্ব নিয়ে প্রশ্ন তুলে দিলেন বীরেন্দ্র সহবাগ। নিজের সোশ্যাল মিডিয়ায় খোঁচা দিয়ে নজফগড়ের নবাব লেখেন, ''বাজবল, বাত্তি গুল। পাগলামিরও একটা কারণ থাকা দরকার। সিরিজে দ্বিতীয় টেস্টের পর ইংল্যান্ডকে একেবারেই শক্তিশালী মনে হয়নি। ওরা খেলায় কতটুকু ছিল, তা নিয়েও আমার সন্দেহ রয়েছে। ফিরে আসার মত কিছু ছিল না। ক্রমেই সিরিজে হারিয়ে গিয়েছিল ওরা।''


 






ইংল্যান্ডের একমাত্র প্রাপ্তি ধর্মশালা টেস্টে বলা যেতে পারে জিমি অ্য়ান্ডারসনের টেস্টে ৭০০ উইকেট। ভারতের বিরুদ্ধে টেস্ট ফর্ম্য়াটে ইংল্যান্ডের অভিজ্ঞ পেসারের উইকেটের সংখ্যা ১৮৭। বয়স ৪১ পেরিয়েছে। কিন্তু এখনও ধারাবাহিকতার কোনও অভাব নেই। ধর্মশালা টেস্টের তৃতীয় দিনে টানা ২ উইকেট ঝুলিতে পুরে নিয়ে টেস্টে নিজের ৭০০ উইকেটের মাইলস্টোন পেরন অ্যান্ডারসন। টেস্টে বিশ্ব ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেটের মালিক মুত্থাইয়া মুরলিথরন। তাঁর ঝুলিতে রয়েছে আটশোর বেশি উইকেট। তবে দ্বিতীয় স্থানে শেন ওয়ার্নের ঝুলিতে ৭০৮ উইকেট। তাঁকে টেক্কা দিয়ে দিতে পারেন অ্যান্ডারসন।