IPS Anukriti Sharma: দেশসেবার টান অনেক গভীর। দেশের মাটির টান অনেক গভীর। দেশ ছেড়ে বাইরে প্রবাসে কাজের সূত্রে থাকলেও বারবার ফিরে আসতে ইচ্ছে হয় দেশের মাটিতে, আশুতোষ গোয়ারিকরের সেই 'স্বদেশ' ছবির কথা মনে আছে ? সেই একই রকম জীবন যেন অনুকৃতির। অনুকৃতি শর্মা (IPS Anukriti Sharma)। নাসার চাকরি ছেড়ে দেশে ফিরে পাঁচবারের চেষ্টায় ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সফল আইপিএস হয়ে উঠেছেন তিনি। মোটা বেতনের হাতছানিকে উপেক্ষা করে দেশসেবার মহান লক্ষ্যে আইপিএস হয়েছেন অনুকৃতি। কীভাবে সাফল্য এল ?


রাজস্থানের জয়পুরে জন্ম হয়েছিল অনুকৃতির। জয়পুরেই বড় হয়ে ওঠা। জয়পুরের ইন্দো ভারত ইন্টাররন্যাশনাল স্কুলে পড়াশোনা শুরু করেন অনুকৃতি। তারপর কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ সংস্থা থেকে BSMS ডিগ্রি অর্জন করেন। ২০১২ সালে তাঁর জীবনে আসে এক অদ্ভুত মোড়। আমেরিকার টেক্সাসের হাউস্টনে রাইস বিশ্ববিদ্যালয়ের আগ্নেয়গিরি গবেষণা প্রকল্পের অধীনে পিএইচডি প্রকল্পে সুযোগ পান অনুকৃতি শর্মা (IPS Anukriti Sharma)। নাসার একটি সম্মানীয় সংস্থায় কাজের সুযোগ পান অনুকৃতি। সেই সংস্থায় পিএইচডি ডিগ্রি করলেও এই পদে কাজের জন্য মাসিক ২ লক্ষ টাকা বেতন পেতেন অনুকৃতি।


কিন্তু এত প্রাচুর্য, এত মোটা অঙ্কের বেতনের লোভনীয় চাকরি ছেড়ে দেশে ফিরে আসেন অনুকৃতি শর্মা। দেশসেবার টান হাতছানি দিচ্ছিল তাঁকে। দেশে ফিরে শুরু হয় ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি। ২০১৪ সালে প্রস্তুতি শুরু করেন তিনি। ২০১৫ সালে প্রথম পরীক্ষায় বসেন অনুকৃতি। মেনসে গিয়ে আটকে যান। প্রথমবারে ব্যর্থ হন, একইভাবে দ্বিতীয়বারেও পাশ করতে পারেননি অনুকৃতি শর্মা। হাল ছেড়ে দেননি তিনি। তৃতীয়বার ইন্টারভিউ পর্যন্ত গেলেও, ইন্টারভিউতে নির্বাচিত হননি অনুকৃতি (IPS Anukriti Sharma)। বারবার বাধা এসে ধৈর্যের পরীক্ষা নিচ্ছিল অনুকৃতির। অবশেষে ২০১৮ সালে পরীক্ষায় পাশ করে ৩৫৫ র‍্যাঙ্ক অর্জন করেন তিনি। আইআরএস অফিসার হয়ে ওঠেন অনুকৃতি শর্মা।


কিন্তু তাঁর স্বপ্ন ছিল অন্য। ২০২০ সালে আবার একবার পরীক্ষা দিয়ে সফল আইপিএস হয়ে ওঠেন জয়পুরের অনুকৃতি। নাসার মোটা বেতনের চাকরি ছেড়ে আইপিএস হন তিনি। তারপর উত্তরপ্রদেশের এক প্রত্যন্ত গ্রামে নূরজাহান নামের এক ৭০ বছরের বৃদ্ধার ঘরে আলো এনে দেন অনুকৃতি শর্মা। স্বামীহারা দুস্থ বৃদ্ধা নূরজাহানের বাড়িতে পুলিশ তহবিল থেকে সাহায্য করে আলো ও পাখার ব্যবস্থা করে দিয়েছিলেন অনুকৃতি শর্মা। সহানুভূতি ও সহমর্মিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন আইপিএস অনুকৃতি শর্মা।  


আরও পড়ুন: Bank of Baroda Recruitment: ব্যাঙ্ক অফ বরোদায় চাকরির সুযোগ, কোন পদে নিয়োগ ? কত বেতন ?


Education Loan Information:

Calculate Education Loan EMI