নয়াদিল্লি: গ্লেন ম্যাকগ্রা, ওয়াসিম আক্রম, শোয়েব আখতার নন। সচিন তেন্ডুলকর যাঁদের বিরুদ্ধে খেলেছেন, তাঁদের মধ্যে কঠিনতম দক্ষিণ আফ্রিকার প্রয়াত প্রাক্তন অধিনায়ক হ্যান্সি ক্রোনিয়ে। একটি অনুষ্ঠানে সচিন নিজেই এ কথা জানিয়েছেন।


রাহুল দ্রাবিড় শুক্রবারই বলেছেন, তাঁর দেখা সেরা বোলার ম্যাকগ্রা। কিন্তু সচিন বলেছেন, ‘আমি যাঁদের বিরুদ্ধে খেলেছি, তাঁদের মধ্যে হ্যান্সি ক্রোনিয়েই কঠিনতম ছিল। ও খুব চতুর বোলার ছিল। সেট হয়ে যাওয়ার পরেই ক্রোনিয়েকে বল করতে দেখতে এলেই আমি সতর্ক হয়ে যেতাম। ও আমাকে অনেকবার আউট করেছে।’

টেস্টে পাঁচ বার সচিনকে আউট করেছিলেন ক্রোনিয়ে। ম্যাকগ্রা ও জেসন গিলেসপি সচিনকে ছয় বার করে আউট করেছিলেন। মুথাইয়া মুরলীধরন সাত বার সচিনকে আউট করেন। অন্য কোনও বোলার এতবার সচিনের উইকেট নিতে পারেননি। এই বোলারদের মধ্যে সচিনের বিরুদ্ধে সবচেয়ে কম টেস্ট খেলেছেন ক্রোনিয়ে। সেই কারণেই তাঁকে কঠিনতম মনে করেন সচিন। যদিও তিনি সেরা পেসার বেছেছেন ম্যাকগ্রাকেই। সচিনের দেখা সেরা স্পিনার শেন ওয়ার্ন।