মুম্বই: করোনাভাইরাসের জেরে ১১৬ দিনের লকডাউন 'নির্বাসন-পর্ব' কাটিয়ে মাঠে ফিরছে ক্রিকেট। বুধবার থেকে সাউদাম্পটনের রোজ বোল মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজ শুরু করেছে ইংল্যান্ড। জো রুটের অবর্তমানে ঘরের মাঠে জেসন হোল্ডারের নেতৃত্বাধীন ইংল্যান্ডের অধিনায়কত্বের ভার সামলাচ্ছেন বেন স্টোকস।


ম্যাচ শুরুর আগে, একটি চ্যাট-শোয়ে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নিয়ে আলোচনা করেন ক্রিকেট মাঠের দুই কিংবদন্তী ব্যাটসম্যান সচিন তেন্ডুলকর ও ব্রায়ান লারা। ওই আলাপচারিতায় ক্যারিবিয়ান অধিনায়ককে বিশ্বের সবথেকে আন্ডাররেটেড অল-রাউন্ডার হিসেবে উল্লেখ করেন তেন্ডুলকর।


সচিন বলেন, জেসন হোল্ডার হল সবচেয়ে আন্ডাররেটেড অল-রাউন্ডার। কারণ মাঠে হয়ত আপনার নজর কেমার রোচ অথবা শ্যানন গ্যাব্রিয়েলের দিকেই থাকে। কিন্তু, যখন স্কোরবোর্ডের দিকে তাকাবেন, তখন দেখবেন, জেসন হোল্ডার এসে তিন উইকেট তুলে নিয়েছে। আবার যখন ব্যাটিং করছে, তখন ও গুরুত্বপূর্ণ সময়ে ৫০-৫৫ রান করে দেয়। ও এমন একজন ক্রিকেটার যে নিয়মিত পারফর্ম করেছে। দলে ওর মতো একজন ক্রিকেটার থাকা দারুণ ব্যাপার।


পাশাপাশি, ইংল্যান্ডের বেন স্টোকসকে নিয়েও কথা বলেন সচিন। ভারতীয় কিংবদন্তীর মতে, ইংল্যান্ডের সর্বকালের সেরা অল-রাউন্ডারের অন্যতম হল স্টোকস। বলেন, বেন স্টোকসের খেলায় প্রভুত পরিবর্তন এসেছে। এটা তারই একমাত্র হতে পারে, যিনি মানসিকভাবে প্রচণ্ড শক্ত। সচিন মনে করেন, স্টোকসকে দেখে তাঁর অ্যান্ড্রু ফ্লিনটফ, ইয়ান বথামের কথা মনে পড়ে।