এ বছরের ২ জানুয়ারি প্রয়াত হন আচরেকর। তাঁর প্রিয় ছাত্র সচিন বরাবরই ছোটবেলার কোচের প্রতি শ্রদ্ধাশীল। কিংবদন্তী হয়ে ওঠার পরেও কোচকে ভোলেননি মাস্টার ব্লাস্টার। আজও তিনি সেটাই বুঝিয়ে দিলেন। শিক্ষক দিবসে আচরেকরকে শ্রদ্ধা সচিনের
Web Desk, ABP Ananda | 05 Sep 2019 12:02 PM (IST)
কিংবদন্তী হয়ে ওঠার পরেও কোচকে ভোলেননি মাস্টার ব্লাস্টার।
মুম্বই: শিক্ষক দিবসে প্রয়াত কোচ রমাকান্ত আচরেকরকে শ্রদ্ধা জানালেন সচিন তেন্ডুলকর। তিনি ট্যুইটে লিখেছেন, ‘শিক্ষকরা আমাদের শুধু শিক্ষাই দেন না, মূল্যবোধও শেখান। আচরেকর স্যার আমাকে মাঠে এবং জীবনে সোজা খেলা শিখিয়েছিলেন। আমার জীবনে অপরিমেয় অবদানের জন্য আমি সারাজীবন তাঁর কাছে কৃতজ্ঞ। তাঁর শিক্ষা এখনও আমাকে চালিত করে।’