জম্মু:  কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে জম্মু কাশ্মীরের এক প্যারা ক্রিকেটার কীভাবে হাজারাে শারীরিক প্রতিবন্ধকতা সঙ্গে নিয়েই অনুশীলন করে যাচ্ছিলেন তিনি। এই ভিডিও চোখ এড়ায়নি সচিন তেন্ডুলকরের। নিজের সােশ্যাল মিডিয়ায় প্যারা ক্রিকেটার আমির লোনের ভিডিও শেয়ার করেছিলেন। এবার সেই আমিরের সঙ্গে দেখাও করলেন মাস্টার ব্লাস্টার। নিজের সই করা ব্যাটও উপহার দিলেন তিনি। আমি মাথা নীচু করে সচিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন। আমিরের প্রতি বার্তা সচিনের, ''তুমি সবার অনুপ্রেরণা''।


কাশ্মীরে পাড়ি দিয়েছেন সচিন। সেখানে পাহালগামে স্ত্রী অঞ্জলি ও মেয়ে সারাকে নিয়ে তুষাররাজ্যের প্রকৃতি অনুভব করছেন তিনি। এরই মাঝে দেখা করলেন আমিরের সঙ্গে। আমিরের দু'হাতই নেই। পা দিয়ে বল করেন। কাঁধ এবং ঘাড় দিয়ে ব্যাটিং করেন। তাঁর সেই ইচ্ছাশক্তি এবং মানসিক দৃঢ়তা দেখে অভিভূত হয়ে গিয়েছেন সচিন। মাস্টার ব্লাস্টার আমিরকে বলেন, ''তুমিই রিয়েল হিরো। তুমি যা করেছ, সেটা কেউ পারবে না।''


সচিনকে দেখেই আবেগে ভেসে গেলেন আমির। নিজের নায়ককে সামনে দেখে আমির বলে ওঠেন, ''আজ এত আনন্দ হচ্ছে স্যার, এত আনন্দ হচ্ছে স্যার। যখনই জানতে পারলাম যে আপনি আসছেন।'' সচিনকে উৎসর্গ করে আমির আরও বলেন, ''জীবনে কখনও হার মেনে নিইনি। যা যা স্বপ্ন আছে, তা পূরণ করার লক্ষ্য নিয়েই এগিয়ে গিয়েছি। ধীরে-ধীরে শিখতে থাকি। কলেজে পৌঁছাই। জম্মু ও কাশ্মীরের প্যারা ক্রিকেট দলে সুযোগ পাই। ২০১৩ সালে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলি। আজ আমি যেখানে এসেছি, সেটা আপনার কারণেই হয়েছে। সবথেকে বেশি অনুপ্রেরণা জুগিয়েছেন সচিন স্যার আপনিই।''


 






উল্লেখ্য, গতকালই ইনস্টাগ্রামে স্ত্রী ও মেয়ের সঙ্গে কাশ্মীর ভ্রমণের কয়েকটি ছবি পোস্ট করেছিলেন সচিন। সেখানে দেখা যাচ্ছে পাহালগামে প্রথমবার এসে বরফ উপভোগ করছেন সচিন ও তাঁর পরিবার। সেখানে দেখা যাচ্ছে কখনও পাহাড়ি জন্তুর সঙ্গে ছবি পোস্ট করছেন তিনি। কিছুদিন আগে কাশ্মীরের একটি রাস্তায় ক্রিকেট খেলতে দেখা গিয়েছিল সচিনকে। নিজের সোশ্য়াল মিডিয়াতেই সব ছবি পোস্ট করছেন সচিন।