নয়াদিল্লি: ১৯৯৪ সালের ৯ সেপ্টেম্বর। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল ভারত। আর সেদিন আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে প্রথম শতরান করেন সচিন তেন্ডুলকর। ঠিক ২৬ বছর আগে।
১৯৮৯ সালে সচিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়। তার পরের বছরই ইংল্যান্ডের মাটিতে সে দেশের বিরুদ্ধে তিনি প্রথম টেস্ট শতরানটি করেন। কিন্তু এক দিনের ক্রিকেটে তাঁকে প্রথম শতরানটি পেতে অপেক্ষা করতে হয়েছিল আরও চারটি বছর।
১৯৯৪ সালের ৯ সেপ্টেম্বরের ওই ম্যাচে আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাটিং শুরু করেছিলেন মাস্টার ব্লাস্টার। অস্ট্রেলিয়ার পেসার গ্লেন ম্যাকগ্রাকে নাজেহাল হতে হয়েছিল।
কারণ, সেই দিনটা ছিল সচিনেরই। দ্রুতই অর্ধশতরানের গণ্ডি পেরিয়ে গিয়েছিলেন তিনি। ১৩০ বলে ১১০ রান করেছিলেন সচিন। তার মধ্যে ছিল আটটি বাউন্ডারি এবং দুটি ওভার বাউন্ডারি।
আট উইকেট হারিয়ে ভারত সেই ম্যাচে রান করেছিল ২৪৬। ৩১ রানে সে দিন অস্ট্রেলিয়াকে হারিয়েছিল ভারত। প্রত্যাশিত ভাবেই ম্যাচের নায়ক সচিনই।
একদিনের ক্রিকেটে ৪৯টি শতরান করেছেন সচিন। তার মধ্যে অনেকগুলিই মনে রাখার মতো। কিন্তু প্রথমটি নিঃসন্দেহেই চিরদিন থেকে যায় মনে মণিকোঠায়।