মুম্বই: বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন শুধু ভারতেরই নয়, সারা বিশ্বেই জনপ্রিয়। ক্রিকেটের মহাতারকা সচিন তেন্ডুলকরও অমিতাভের অনুরাগী। বিভিন্ন বাণিজ্যিক কর্মসূচী, ফটোশ্যুট ও অন্যান্য অনুষ্ঠানে নিয়মিতই অমিতাভের সঙ্গে দেখা হয়। বলিউডের মহাতারকার সঙ্গে সাক্ষাতের অনেক স্মৃতিই স্মরণীয় হয়ে রয়েছে সচিনের কাছে। কিন্তু একটা ঘটনা নিয়ে বেশ অস্বস্তিতে পড়েছিলেন সচিন। অমিতাভের ৭৫ তম জন্মদিনে সেই ঘটনার কথা জানালেন সচিন।
সচিন বলেছেন, তাঁর ছেলে অর্জুনের বয়স তখন দেড় বছর। অমিতাভের সঙ্গে একটি কমার্শিয়ালের শ্যুটিং করছিলেন তিনি। শ্যুটিংয়ের ফাঁকে অর্জুন তাঁর ও অমিতাভের কোলে এসে বসছিল। এরকমই একটা সময় অর্জুন কমলালেবু খাচ্ছিল। কমলালেবু খাওয়ার পরই সে তার হাত অমিতাভের কুর্তায় মুছে ফেলছিল। এই ঘটনা দেখে তো বেজায় অস্বস্তি পড়ে যান তিনি। বুঝতে পারছিলেন না, কোনদিকে তাকাবেন।
অমিতাভ সম্পর্কে তাঁর মুগ্ধতার কথাও জানিয়েছেন সচিন। তিনি বলেছেন, ছোট বেলায় অমিতাভের ছবি দেখতেন তিনি। তবে সেটা দেখার জন্যই দেখা। সচিন বলেছেন, ওই সময় মারপিটের দৃশ্যগুলিই সবচেয়ে বেশি টানত। পরে বড় হয়ে বুঝতে পারেন, ওই সব চরিত্রে অভিনয় অমিতাভের পক্ষে কতটা কঠিন ছিল।
অমিতাভের কাজের প্রতি আবেগ, আগ্রহ তাঁকে বিস্মিত করে বলেও জানিয়েছেন সচিন। তিনি বলেছেন, সবচেয়ে যেটা তাঁর ভালো লাগে সেটা হল অমিতাভের হাসিখুশি ভাব। ৭৫ বছর বয়সেও ভালো কিছু করার জন্য মুখিয়ে থাকেন তিনি।
অমিতাভের কাছে ছেলে অর্জুনের জন্য কীভাবে অস্বস্তিতে পড়ে গিয়েছিলেন, জানালেন সচিন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
13 Oct 2017 10:23 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -