প্রসঙ্গত, কেরলের কোল্লামে পুত্তিঙ্গল দেবির মন্দিরে বাজি প্রদর্শনী করতে গিয়ে আগুন লাগার ঘটনায় এখনও পর্যন্ত ১০৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত ৩০০-রও বেশি। এই ঘটনায় শোক জানিয়েছেন ব্রিটেনের যুবরাজ প্রিন্স উইলিয়াম। তাজ হোটেলে আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তব্য রাখার আগে মৃতদের প্রতি শোকপ্রকাশ করেন তিনি। সচিনকে 'কাঁপিয়ে দিয়েছে' কোল্লামের অগ্নিকাণ্ড
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 11 Apr 2016 08:40 AM (IST)
নয়াদিল্লি: কোল্লাম মন্দিরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শোক জানালেন সচিন তেন্ডুলকর। টুইটারে তিনি লেখেন, এই ঘটনা তাঁকে 'নাড়িয়ে দিয়েছে'। এতজন মানুষের মৃত্যুর খবরে তিনি স্তম্ভিত। মৃতদের প্রতি শোকজ্ঞাপণ করেন তিনি। সচিন টুইটারে লেখেন,