নয়াদিল্লি:  ক্রিকেটের ঈশ্বর মাস্টার ব্লাস্টার সচিন তেণ্ডুলকর যে বিশ্বের কয়েকজন শ্রেষ্ঠ ক্রিকেটারের অন্যতম, সেকথা বলাই বাহুল্য। আন্তর্জাতিক ক্রিকেট থেকে তাঁর সংগ্রহে রয়েছে ৩৪, ৩৪৭ রান এবং একাধিক মনে রাখার মতো রেকর্ড।


তবে লিটল মাস্টার বাইশ গজে যতটা দাপট দেখাতে পেরেছেন, তাঁর সেই দাপট ছিল না জীবনের এই ক্ষেত্রে। টুইটারে নিজের ছোটবেলার একটি ছবি দিয়ে, সেকথা নিজেই স্বীকার করেছেন লিটল মাস্টার।

তেণ্ডুলকর তাঁর টুইটার পেজে সাদা কালো এই ছবি দিয়ে লিখেছেন এই ফিল্ডে আমি কোনওদিনই তেমন ভাল স্কোর করতে পারিনি।





ক্রিকেট দুনিয়ার কাছে একটি অনুপ্রেরণার নাম সচিন তেণ্ডুলকর। ১৯৮৯ সালে করাচিতে পাকিস্তানের বিরুদ্ধে তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। কেরিয়ারে দুশো টেস্ট খেলে সচিনের সংগ্রহে রয়েছে ১৫৯২১ রান। টেস্টে ৫১টি শতরান রয়েছে লিটল মাস্টারের সংগ্রহে। একদিনের ক্রিকেটে ৪৯টি শতরান করেছেন।

তবে বাইশ গজে যতটা সংযমী, ধৈর্যশীল দেখাতো সচিন, তিনি শৈশবে মোটেই তেমন সুবোধ বালক ছিলেন না, সেকথা নিজে মুখেই স্বীকার করেছেন সচিন।