সম্প্রতি একটি সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে টেনিস এলবো প্রসঙ্গে সচিন বলেছেন, ‘আমি ভেবেছিলাম কেরিয়ার শেষ হয়ে গেল। ঈশ্বরের উদ্দেশে আমি প্রার্থনা জানাতাম, আমার কেরিয়ার এইভাবে শেষ করে দেবেন না। আমার আবার মাঠে ফিরে খেলতে দিন। সাড়ে চার মাস পরে আমরা যখন নাগপুরে শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের ম্যাচ খেলতে নেমেছিলাম, সেই অনুভূতির কথা মনে আছে। আমি সেই অনুভূতির কথা কোনওদিন ভুলব না। সেই মুহূর্তের জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছিলাম। এটাই আমি চেয়েছিলাম।’ তাইল্যান্ডে ছুটি কাটাচ্ছেন সচিন
Web Desk, ABP Ananda | 30 Dec 2019 07:25 PM (IST)
তিনি সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করেছেন।
ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম
ব্যাঙ্কক: বর্ষশেষে তাইল্যান্ডে ছুটি কাটাচ্ছেন ক্রিকেটর কিংবদন্তী সচিন তেন্ডুলকর। তিনি সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করেছেন। ক্রিকেটপ্রেমীরা মাস্টার ব্লাস্টারের এই ছবি দেখে আপ্লুত।