মুম্বই: আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন প্রায় ৯ বছর হয়ে গেল। কিন্তু এখনও বিশ্বজুড়ে তাঁর ফ্যান ফলোয়ার্স সংখ্যা অনেক বর্তমান ক্রীড়াবিদের থেকেও বেশি। তিনি সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। ভারতীয় ক্রিকেটের এক কিংবদন্তি (Legend)। চলতি রোড সেফটি সিরিজে ইন্ডিয়া লেজেন্ডস দলের অধিনায়কত্ব করছেন সচিন (Sachin Tendulkar)। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা লেজেন্ডস দলকে হারিয়ে দিয়েছে সচিনের দল। সম্প্রতি সচিনের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। 


কী সেই ভিডিও?


মাঠে নামার আগে নিজের সোশাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন সচিন। সেখানে দেখা যাচ্ছে যে নিজের ব্যাটের গ্রিপ ধুরে পরিষ্কার করছেন কিংবদন্তি। ব্যাকগ্রাউন্ডে সুন্দর মিউজিকও চলছে। ভাল করে সেই গ্রিপটি ধুয়ে তা টাওয়েল দিয়ে মুছে দিচ্ছেন সচিন। সবকিছুর শেষে সচিনকে বলতে শোনা যাচ্ছে, ''এর জন্যই আমি জীবনে অনেক কিছু অর্জন করেছি। তাই আমার এই জিনিসটিক যত্ন নেওয়া ভীষণ দরকার।''


 






পোস্ট করা ভিডিওতে গ্রিপ পরিষ্কার করার সময় সবাইকে সতর্কও থাকতে বলছেন মাস্টার ব্লাস্টার। তিনি বলছেন, ''এই সময়টা জল ব্যাটের ভেতরে ঢুকে গেলে তা কাঠটি নষ্ট করে দিতে পারে।'' সচিনের পোস্টে বিভিন্ন রকম কমেন্ট আসতে থাকে। একজন লেখেন, ''জল নষ্ট করবেন না প্লিজ।'' আবার কেউ লেখেন, ''মিউজিকের সঙ্গে ব্যাটের গ্রিপ পরিষ্কার করা। সত্যিই দুর্দান্ত কম্বো''।


উল্লেখ্য, ইনস্টাগ্রামে এর আগেও বিভিন্নরকম ছবি ও ভিডিও পোস্ট করতে দেখা গিয়েছে সচিনকে। কখনও নিজে হাতে রান্না বানানো তো কখনও গাছের চর্চা করতে দেখা গিয়েছে মাস্টার ব্লাস্টারকে।