মুম্বই:  অনিল কুম্বলে ও বিরাট কোহলির সংঘাতের ঘটনা নিয়ে দেশের ক্রিকেট মহলে তোলপাড় চলছে। মত বিরোধের জেরে হেড কোচের পদে ইস্তফা দিয়েছেন কুম্বলে। এই অবস্থায় দেশের নতুন কোচ বাছবে সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায় ও ভিভিএস লক্ষ্মণকে নিয়ে গঠিত বিসিসিআই-এর ক্রিকেট পরামর্শদাতা কমিটি (সিএসি)। সূত্র উল্লেখ করে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, নতুন কোচ বাছাইয়ের ক্ষেত্রে ভবিষ্যতে অধিনায়কের সঙ্গে কোনওরকম আলোচনা করবে নাও করতে পারে সিএসি।
উল্লেখ্য, গত বছর টিম ডিরেক্টর রবি শাস্ত্রীর জায়গায় দলের হেড কোচ নিযুক্ত হয়েছিলেন কুম্বলে। তাঁকে বেছে নিয়েছিল সিএসি। গত এক বছরের মেয়াদে প্রাক্তন লেগ স্পিনারের ট্রাক রেকর্ড যথেষ্ট উজ্জ্বল। তাঁর কোচিংয়ে মাত্র একটি সিরিজেই হেরেছে ভারত।
জানা গেছে, সিএসি ও বোর্ড কুম্বলে ও কোহলির সম্পর্কের টানাপোড়েন কাটানোর উদ্যোগ নিয়েছিল। কিন্তু কোহলি কোনওভাবেই কুম্বলে 'হেডমাস্টারসুলভ' আচরণ মেনে নিতে চাননি। এই অবস্থায় দুজনের সম্পর্ক শুধরানোর কাজ অসম্ভব হয়ে পড়ে।
গত বছর সিএসি কুম্বলেকে কোচের পদে আবেদন জানাতে রাজি করিয়েছিল। সিএসি শেষপর্যন্ত রবি শাস্ত্রী ও টম মুডিদের বাদ দিয়ে কুম্বলেকেই বেছে নিয়েছিল। কিন্তু কোহলির সঙ্গে মতপার্থক্যের জেরে ইস্তফা দিতে হল কুম্বলেকে। সূত্র উল্লেখ করে সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সিএসি কুম্বলের মেয়াদ বাড়ানোর পক্ষেই মত প্রকাশ করেছিল।বোর্ডও তা জানিয়েছে। কিন্ত এরপরও কোহলির মতামত বজায় থাকায় ক্ষুব্ধ সিএসি।এই অবস্থায় কমিটিও পরবর্তী কোচ নির্বাচনের ক্ষেত্রে অধিনায়ক বা দলের সঙ্গে আলোচনা না করার কথা ভাবছে বলে বোর্ডের সূত্র উল্লেখ করে জানানো হয়েছে ওই প্রতিবেদনে।
বোর্ডের ওই সূত্র জানিয়েছে, কমিটি তাদের মতামত স্পষ্ট করে দিয়েছে। এবার কী হয়, সেটাই দেখার।