মুম্বই: ভারতীয় দলের কোচের পদে অনিল কুম্বলের ইস্তফা প্রসঙ্গে ফের মুখ খুললেন দেশের প্রাক্তন কিংবদন্তী ব্যাটসম্যান সুনীল গাওস্কর। তাঁর কটাক্ষ, অধিনায়কের পছন্দ বা অপছন্দকেই এত গুরুত্ব দেওয়া হয় তাহলে ক্রিকেট পরামর্শদাতা কমিটির প্রয়োজন কী। বিরাট কোহলি নিজেই তো কোচ বেছে নিতে পারেন।
উল্লেখ্য, বিসিসিআইয়ের ক্রিকেট পরামর্শদাতা কমিটিতে রয়েছেন সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায় ও ভিভিএস লক্ষ্মণ। এই কমিটির ওপরই রয়েছে কোচ নির্বাচনের দায়িত্ব। গত বছর অনিল কুম্বলকে কোহলিদের হেড কোচ হিসেবে বাছাই করছিল সৌরভদের এই কমিটি।
কমিটির তিন সদস্য লন্ডনে কোহলি ও কুম্বলের সঙ্গে আলাদা আলাদা ভাবে কথা বলেছিলেন। তাঁরা কুম্বলেকেই কোচ পদে রেখে দেওয়ার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু কোহলি তাতে রাজি হননি।
গাওস্কর বিষয়টি নিয়ে নিজের অসন্তোষ গোপন করেননি। কুম্বলের ইস্তফার পর তিনি বলেছিলেন, ভারতের ক্রিকেটের পক্ষে এটা দুঃখের দিন। এবার তিনি বলেছেন, টিমের খেলোয়াড় ও অধিনায়কের পছন্দমতো কোচ বাছাই হলে তাহলে আর পরামর্শদাতা কমিটির প্রয়োজনটা কী। ওয়েস্ট ইন্ডিজে থাকা খেলোয়াড়দের ও কোহলিকেই এ ব্যাপারে সরাসরি জিজ্ঞাসা করে নিলেই তো হয়। এতে অনেক সময় বেঁচে যাবে।
গাওস্কর দাবি করেছেন, সাম্প্রতিক কোচ বিতর্ক নিয়ে কোহলিরও নিজের বক্তব্য জানিয়ে সব কিছু স্পষ্ট করা উচিত।