মুম্বই: ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে ফাইনালে বিদর্ভকে ১৬৯ রানে হারিয়ে রঞ্জি চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই (Mumbai vs Vidarbha)। সব মিলিয়ে মুম্বইয়ের ৪২তম রঞ্জি ট্রফি। উৎসবে ভাসছেন অজিঙ্ক রাহানেরা। শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দেওয়া হচ্ছে রঞ্জি (Ranji Trophy) চ্যাম্পিয়নদের।


মুম্বই বনাম বিদর্ভ ফাইনাল মাঠে দেখতে গিয়েছিলেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। মুম্বইয়ের কিংবদন্তি ক্রিকেটার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'মুম্বইকে অনেক অভিনন্দন। ৪২তম রঞ্জি খেতাবের জন্য। তবে বিদর্ভের লড়াই ম্যাচটিকে দর্শনীয় করে তুলেছিল। বিশেষ করে করুণ (নায়ার), অক্ষয় (ওয়াদকর) ও হর্ষ (দুবে) যারা দুর্দান্ত ব্যাট করেছে। ওরাই ম্য়াচটিকে আকর্ষণীয় করে তুলেছিল। মুম্বইয়ের বোলাররা অক্লান্তভাবে বোলিং করে গিয়েছে। অবশেষে তনুশ (কোটিয়ান) পার্টনারশিপ ভেঙেছে। চতুর্থ ইনিংসে চার উইকেট নিয়েছে ও। সবাই মিলে দারুণ ক্রিকেট দেখেছে এই পাঁচদিন। এই জন্যই ঘরোয়া ক্রিকেট এত জরুরি।'


 




এই ম্যাচ খেলেই ক্রিকেটকে বিদায় জানালেন মুম্বইয়ের অভিজ্ঞ পেসার ধবল কুলকার্নি। তাঁকে অভিনন্দন জানিয়েছেন ওয়াসিম জাফর। সেই সঙ্গে শুভেচ্ছা জানিয়েছেন গোটা মুম্বই দলকে। জাফর সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'মুম্বইকে অভিনন্দন। ৪২ বারের জন্য রঞ্জি চ্যাম্পিয়ন হয়েছে। প্রত্যেকের বাহবা প্রাপ্য। তবে গোটা ম্যাচে লড়াই করার জন্য বিদর্ভকেও কুর্নিশ। দুই দলের কাছেই ব্যতিক্রমী ক্রিকেট দেখলাম। দুই দলের জন্যই আলাদা ভাল লাগা রয়েছে আমার। দুই দলের বেশ কয়েকজন ক্রিকেটার দারুণ খেলেছে। মুশীর, শার্দুল, আইয়ার, ওয়াদকর, দুবে আরও অনেকে। ধবল, অবসরোত্তর জীবন খুব ভাল হোক।' 


 




আরও পড়ুন: অস্ট্রেলিয়ার ক্রিকেটে এখন ভারতীয় বংশোদ্ভূতদের রমরমা, সামনে এল চমকে ওঠার মতো তথ্য


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে