ব্যারাকপুর: বিজেপিতে (BJP) যোগ দেওয়ার কথা ঘোষণার পরই পার্থ ভৌমিকের (Partha Bhowmick) বিরুদ্ধে বিস্ফোরক অর্জুন সিংহ (Arjun Singh)। নৈহাটিতে শেখ শাহজাহানের জমি আছে বলে মন্তব্য অর্জুনের। একইসঙ্গে তদন্ত হলেই সব স্পষ্ট হয়ে যাবে হুঙ্কার অর্জুন সিংহর। 


বিস্ফোরক অর্জুন সিংহ: জল্পনার অবসান। লোকসভা ভোটের আগে ফের বিজেপিতে যোগ দিলেন ব্য়ারাকপুরের সাংসদ অর্জুন সিং। এদিন দলবদলের ঘোষণার পরই অর্জুনের নিশানায় পার্থ ভৌমিক। একইসঙ্গে জুড়ে গেল সন্দেশখালিকাণ্ডের মাস্টারমাইন্ড শেখ শাহজাহানের নামও। সন্দেশখালির সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে সেখানে হাজির হয়েছিল তৃণমূলের প্রতিনিধি দল। যার মধ্যে ছিলেন পার্থ ভৌমিকও। অর্জুনের দাবি, নৈহাটিতে পার্থ ভৌমিকের বিধানসভা এলাকায় শেখ শাহজাহান ও তাঁর সাঙ্গোপাঙ্গোদের বিঘার পর বিঘা জমি আছে। বিধায়কের ছত্রচ্ছায়া এটা কী সম্ভব বলে প্রশ্ন তুললেন তিনি।


মমতা বন্দ্যোপাধ্যায়অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে মঙ্গলবারই তাঁর অফিসে জায়গা করে নিয়েছিল নরেন্দ্র মোদির ছবি।  বুধবার অর্জুন সিংহ বলে দিয়েছিলেন পার্থ ভৌমিকের বিরুদ্ধে লড়াই করবেন তিনিই। আর বৃহস্পতিবার ছবিটা আরও স্পষ্ট হল। ব্যারাকপুরের সাংসদ জানিয়ে দিলেন তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন। আর বিজেপিতে যোগ দেওয়ার ঘোষণার পরই নিশানা করলেন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থীকে। এদিন অর্জুন বলেন, 'নৈহাটিতে শেখ শাহজাহানের জমি আছে। শেখ শাহজাহানের সাঙ্গোপাঙ্গোদেরও বিঘের পর বিঘে জমি আছে। শিবু হাজরা, উত্তম সর্দারদেরও প্রচুর জমি রয়েছে নৈহাটিতে। নৈহাটির বিধায়কের সাহায্যেই জমি কিনেছে শেখ শাহজাহান বাহিনী। ইডির উপর হামলার পর শেখ শাহজাহানকে বাঁচাতে কাকে পাঠানো হয়েছিল, সবাই জানে। পার্থ ভৌমিক পুরসভায় গিয়ে কর্মীদের ধমকাচ্ছেন, দল ছাড়লে কেস দেওয়ার ভয় দেখাচ্ছেন।'


এদিকে এবার বিজেপি কর্মীদের নামে ব্যারাকপুরে অর্জুন সিংয়ের সমর্থনে পড়ল পোস্টার। পোস্টারে লেখা, অর্জুন সিং ফিরে এসেছে, নতুন মহাভারত সৃষ্টি হবে। নীচে লেখা, পুরনো বিজেপি কর্মীবৃন্দ। এদিন ব্যারাকপুরের মোহনপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় অর্জুনের সমর্থনে পোস্টার দেখা যায়। ঘটনাচক্রে আজই অর্জুন সিং জানিয়েছেন, তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন।


 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   


আরও পড়ুন: Loksabha Election 2024: ব্যারাকপুরে প্রার্থী ঘোষণা হতেই অন্য ছবি, শিবির বদল করলেন অর্জুন ঘনিষ্ঠ