মুম্বই: সোমবার, ১৫ অগাস্ট। ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্ণ। দেশজুড়ে সাড়ম্বরে পালিত হল বিশেষ এই দিনটি। পিছিয়ে নেই তারকারাও। স্বাধীনতা দিবসের জন্য শুভেচ্ছাবার্তা জানিয়েছেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। নিজের বাড়ির ছাদে পতাকা উত্তোলন করেন সচিন। সেই ছবি তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। সঙ্গে লিখেছেন, 'সকলকে স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা'।






হারারের উৎসব


জিম্বাবোয়ের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলতে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। তিনটি ম্যাচই হবে হারারেতে। সেখানেই শিবির হয়েছে টিম ইন্ডিয়ার।


সোমবার, ১৫ অগাস্ট স্বাধীনতা দিবসের আনন্দে মাতোয়ারা গোটা দেশ। স্বাধীনতা দিবস উদযাপিত হল দেশজুড়ে। জিম্বাবোয়ে সফররত ভারতীয় দলও বিশেষ এই দিনটি পালন করলেন নিজেদের মতো করেই। হারারেতে জাতীয় পতাকা উত্তোলিত হল। জাতীয় সঙ্গীত গাইলেন কে এল রাহুল, শিখর ধবন, ভি ভি এস লক্ষ্মণরা।


পরে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। সোমবার বিকেলে ছবি পোস্ট করা মাত্র তা ভাইরাল হয়ে যায়।


বিদেশিদের বার্তা


বিশেষ এই দিনে শুভেচ্ছা জানালেন এমন কয়েকজন, যাঁরা মাঠে ভারতের প্রতিপক্ষ। 


জস বাটলার, জনি বেয়ারস্টো, কেন উইলিয়ামসন, কাগিসো রাবাডা, এ বি ডিভিলিয়ার্স, ফাফ ডুপ্লেসিরা ভারতকে স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানিয়েছেন। বেয়ারস্টো বলেছেন, 'ভারতের মাটিতে খেলা মানেই স্টেডিয়ামে দুর্দান্ত আবহ। গ্যালারির কানে তালা লেগে যাওয়া গর্জন।' এ বি ডিভিলিয়ার্স বলেছেন, '৭৫ বছরে অনেক কিছু অর্জন করেছেন ভারতীয়রা। আরও অনেক কিছু অপেক্ষা করে রয়েছে।' রাবাডার কথায়, 'আমি কোনওদিন ভাবিনি দেশের বাইরে অন্য কোথাও এত ভালবাসা পাব।' সকলেই ভারতকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। সকলের বক্তব্য নিয়ে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে একটি অনলাইন গেমিং অ্যাপ। যা ভাইরাল হয়েছে।


রোহিতের পোস্ট


স্বাধীনতা দিবসের উৎসবে মাতোয়ারা গোটা দেশ। আর ভারতের ৭৬তম স্বাধীনতা দিবসে ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন রোহিত শর্মা (Rohit Sharma)।


ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ট্যুইট করেছেন, 'দেশের প্রতিনিধিত্ব করাই আমার কাছে সবচেয়ে সম্মানের। আমি সৌভাগ্যবান ও কৃতজ্ঞ। কোনও অনুশোচনা নেই'।


আরও পড়ুন: স্বাধীনতা দিবসে খোশমেজাজে সৌরভ, উত্তোলন করলেন জাতীয় পতাকা