কমানো হল তেন্ডুলকরের নিরাপত্তা, ২৪ ঘণ্টা পুলিশকর্মী সঙ্গে থাকবেন না আর
Web Desk, ABP Ananda | 25 Dec 2019 01:41 PM (IST)
মহারাষ্ট্রে মোট ৯৭জন সরকারি নিরাপত্তা পেতেন। যার মধ্যে ২৯ জনের নিরাপত্তা বাড়ানো বা কমানো হয়েছে।
নয়াদিল্লি: সচিন তেন্ডুলকরের ‘এক্স’ ক্যাটাগরির নিরাপত্তা তুলে নেওয়া হল। ২৪ ঘণ্টা তাঁর সঙ্গে একজন করে পুলিশ কর্মী থাকতেন। তবে এসকর্ট পাবেন মাস্টার ব্লাস্টার। মহারাষ্ট্রে মোট ৯৭জন সরকারি নিরাপত্তা পেতেন। যার মধ্যে ২৯ জনের নিরাপত্তা বাড়ানো বা কমানো হয়েছে। সচিনের নিরাপত্তা কমানো হলেও বাড়ানো হয়েছে শিবসেনা নেতা আদিত্য ঠাকরের সুরক্ষা। আগে ওয়াই প্লাস ক্যাটাগরির সুরক্ষাব্যবস্থা পেতেন আদিত্য। এবার থেকে জেড ক্যাটাগরির নিরাপত্তা পাবেন তিনি। বিজেপি নেতা একনাথ খাড়সের নিরাপত্তা কমানো হয়েছে। এখন থেকে আর এসকর্ট পাবেন না তিনি। প্রাক্তন বিজেপি নেতা তথা উত্তরপ্রদেশের রাজ্যপাল রাম নায়েকের নিরাপত্তা ব্যবস্থা জেড প্লাস থেকে কমিয়ে এক্স ক্যাটাগরির করা হয়েছে।