১৯৬৪ সালে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর মৃত্যুর পর থেকে তাঁর জন্মদিবসকে শিশু দিবস হিসেবে পালন করা হচ্ছে। এবার এই বিশেষ দিনটিতে শিশুদের পাশে থাকলেন সচিন। তাঁর মতো কিংবদন্তির সঙ্গ পেয়ে শিশুরা উল্লসিত। শিশু দিবসে স্কুলছাত্রদের সঙ্গে ক্রিকেট খেললেন সচিন
Web Desk, ABP Ananda | 14 Nov 2016 03:22 PM (IST)
মুম্বই: আজ শিশু দিবসে স্কুলের বাচ্চাদের সঙ্গে ক্রিকেট খেললেন সচিন তেন্ডুলকর। মুম্বইয়ের এমআইজি ক্রিকেট ক্লাবে এই খেলা হয়। ‘মেক এ উইশ ইন্ডিয়া’ ফাউন্ডেশনের পক্ষ থেকে স্কুলছাত্রদের নিয়ে আসা হয়েছিল। তাঁদের সঙ্গে মজা করে সময় কাটান সচিন। শিশু দিবসের এই বিশেষ মুহূর্তের ছবি ট্যুইটারে পোস্ট করেছেন সচিন। তিনি লিখেছেন, শিশুদের হাসিতে বোল্ড হওয়ার চেয়ে সুন্দর অনুভূতি আর কিছু নেই।