নয়াদিল্লি: টিম ইন্ডিয়ার কোচের পদ থেকে অনিল কুম্বলের ইস্তফা ভারতীয় ক্রিকেটের দুঃখের দিন বলে মন্তব্য করলেন প্রাক্তন অধিনায়ক তথা বিশ্বখ্যাত ব্যাটসম্যান সুনীল গাওস্কর। গত এক বছরের মেয়াদে দলের পক্ষে কুম্বলে কাজের ভূয়সী প্রশংসা করেছেন গাওস্কর।
অধিনায়ক বিরাট কোহলি ও দলের সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে মতপার্থক্যের জেরেই কুম্বলে ইস্তফা দিতে হয়েছে বলে খবর।তাঁর কোচিংয়ের স্টাইল কোহলির পছন্দ নয় বলে তাঁকে বোর্ডের পক্ষ থেকে জানানো হয় বলে জানিয়েছেন স্বয়ং কুম্বলেই। জানা গেছে, কুম্বলের হেড মাস্টার সুলভ কঠোর মনোভাব দলের একাংশের একেবারেই না-পসন্দ হয়ে উঠেছিল। এ ধরনের খবর সম্পর্কেও তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন গাওস্কর। টেস্ট ক্রিকেটে প্রথম ব্যাটসম্যান হিসেবে ১০ হাজার রান সংগ্রহের কৃতিত্বের অধিকারী গাওস্কর বলেছেন, এমনটা হলে তো একটা কথাই স্পষ্ট যে, খেলোয়াড়রা নরম-সরম কাউকে চাইছেন। যিনি অনুশীলনের জন্য জোর করবেন না। ছুটি বা কেনাকাটায় যাওয়ার ব্যাপারে মাথা ঘামাবেন না। গাওস্কর বলেছেন, কুম্বলে যে তাঁর কোচিংয়ে কতটা সফল তা তো গত এক বছর তাঁর মেয়াদের ফলাফল থেকেই স্পষ্ট। কুম্বলের মতো হার্ড টাস্কমাস্টার হলে এমনই ফল পাওয়া যায়। এর জন্য কেউ অনুযোগ করলে তাঁকে দলের বাইরে রাখা উচিত বলেও মন্তব্য করেছেন গাওস্কর।
কুম্বলের ইস্তফা শুভ সঙ্কেত নয়, বলেও মন্তব্য করেছেন গাওস্কর। তাঁর কথায়, এর থেকে ইঙ্গিত মিলল যে পরবর্তী কোচকে প্লেয়াররা যা চান, তা মেনে নিতে হবে। অথবা কুম্বলের মতো সরে যেতে হবে। গাওস্করের কথায়, এটা খুবই দুঃখজনক।
এর পাশাপাশি কুম্বলের মতো কিংবদন্তী প্লেয়ার যিনি ভাঙা চোয়াল নিয়েও বোলিং করেছিলেন, তিনি এই পরিস্থিতিতে রুখে দাঁড়ালেন না কেন, তা নিয়েও বিস্ময় প্রকাশ করেছেন গাওস্কর।
গাওস্কর বলেছেন, নিশ্চয় অনিলের ইস্তফার কোনও কারণ রয়েছে। আমার মনে হয়েছিল, কুম্বলেই কোচ থাকবেন। ক্রিকেট পরামর্শদাতা কমিটি (সিএসি) তাঁর ওপর আস্থা দেখানোর পর কুম্বলের থেকে যাওয়াটা উচিত ছিল।
কুম্বলের ইস্তফা ভারতীয় ক্রিকেটে দুঃখের দিন: গাওস্কর
ABP Ananda, web desk
Updated at:
21 Jun 2017 08:18 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -