বেঙ্গালুরু: সাফ চ্যাম্পিয়নশিপে (SAFF Championship) প্রথম ম্যাচেই ভারতের বিরুদ্ধে হারতে হয়েছে। তাও আবার ৪-০ ব্যবধানে। একেবারে একপেশে লড়াইয়ে জয় ছিনিয়ে নিয়েছে সুনীল ছেত্রীর (Sunil Chetri) দল। আর হারের পর প্রস্তুতির জন্য কম সময় পাওয়াকেই দায়ী করছেন পাকিস্তান ফুটবল দলের কোচ। অন্যান্য দলগুলো অনেক আগেই পৌঁছে গিয়েছিল ভারতে। তুলনায় পাকিস্তান দলকে তড়িঘড়ি বেঙ্গালুরু পৌঁছেই মাঠে নামতে হয়েছে।
ম্যাচে হারের পর পাকিস্তানের কোচ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে বলেন, ''আমাদের দলের ছেলেদের ভিসা সমস্যায় এখানে আসতে দেরি হয়েছে। বিমান বিভ্রাটের মধ্যে পড়তে হয়েছিল। মরিশাস থেকে এখানে আসতে সমস্যার মুখে পড়তে হয়েছিল। মুম্বই বিমানবন্দরে ইমিগ্রেশনের সমস্যা ছিল। মঙ্গলবার গভীর রাতে বেঙ্গালুরু পৌঁছেছিল দল। এরপর বুধবার ৭টায় মাঠে নামতে হয়। ক্লান্তিও কাজ করছিল সবার মধ্যে। এই পরিস্থিতিতে ছেলেদের পক্ষে নিজেদের সেরা পারফরম্যান্স দেওয়া কোনওভাবেই সম্ভব ছিল না।'' তিনি আরও বলেন, ''আমাদের পক্ষে এই পরিস্থিতি বদলানো সম্ভব নয়। তবে ফেডারেশনের ভাবা উচিত এই বিষয়ে। এটা পরিষ্কার যেভাবে খেলতে হয়েছে আমাদের, তা সত্যিই কঠিন ছিল।''
উল্লেখ্য, পাক দলের বেশিরভাগ প্লেয়ারই ইউরোপিয়ান ক্লাবে খেলার অভিজ্ঞতা রাখেন। ড্যানিশ ও ইংলিশ লিগগুলোয় খেলে থাকেন তাঁরা। অধিনায়ক ইশা সুলেমান ইংল্যান্ডের বিভিন্ন যুব প্রতিযোগিতায় অংশ নেন। কিন্তু গতকাল ভারতের বিরুদ্ধে কোনও পাক ফুটবলারই চাপ তৈরি করতে পারেননি।
ইন্টারকন্টিনেন্টাল কাপে লেবাননের বিরুদ্ধেও সুনীলের গোলেই চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। সেই ফর্মই ধরে রাখলেন ছেত্রী। এদিন খেলা শুরুর আগেই পাকিস্তানকে সমীহ করেছিলেন ভারতীয় ফুটবল দলের কোচ ইগর স্তিমাচ। ক্রমতালিকায় কে এগিয়ে, কে পিছিয়ে তার ওপর ভিত্তি করে যে ম্যাচের ফেভারিট বাছাই করাটা ভুল হবে তা জানিয়ে দেন তিনি। তবে ম্যাচের শুরুতেই ১০ মিনিটের মাথায় গোল করে ভারতকে এগিয়ে দিয়ে পাকিস্তানের ওপর চাপ তৈরি করে দেন সুনীল ছেত্রী। তার কিছুক্ষণের মধ্যে ১৬ মিনিটের মাথায় ফের গোল করেন ছেত্রী। খেলা শুরুর প্রথম ষোলো মিনিটের মাথায় জোড়া গোল হজম করে চাপ বেড়ে যায় পাকিস্তানের।
দ্বিতীয়ার্ধে এসে হ্য়াটট্রিক করলেন। গোল পেলেন উদান্ত সিংহও। পাকিস্তানের বিরুদ্ধে সাফ চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচেই দুরন্ত জয় ভারতের। ৪-০ গোলে জয় ছিনিয়ে নিল ইগর স্তিমাচের দল।