ঢাকা: নেপালকে ১-০ গোলে হারিয়ে মহিলাদের অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গেল ভারতীয় দল। বুধবার এই প্রতিযোগিতার ফাইনালে ভারতের প্রতিপক্ষ বাংলাদেশ। আজ অন্য ম্যাচে শ্রীলঙ্কাকে ১২-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। ফলে ফাইনালে ভারতের লড়াই মোটেই সহজ হবে না।


এই প্রতিযোগিতায় এখনও পর্যন্ত তিনটি ম্যাচে জয় পেয়েছে ভারতীয় দল। হার শুধু বাংলাদেশের বিরুদ্ধে। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৫-০ গোলে উড়িয়ে দেয় ভারত। এরপর দ্বিতীয় ম্যাচে ভুটানকে ৩-০ গোলে হারিয়ে দেয় ভারত। তৃতীয় ম্যাচে বাংলাদেশের কাছে ০-১ গোলে হেরে যায় ভারত। এরপর আজ চতুর্থ ম্যাচে ১-০ গোলে জয় এল।


আজকের ম্যাচে প্রথম একাদশে দু’টি বদল করেন ভারতীয় দলের প্রধান কোচ অ্যালেক্স অ্যামব্রোজ। কৃতীনা দেবী ও সন্তোষের বদলে দলে আসেন নীতু লিন্ডা ও লিন্ডা কম। গোটা ম্যাচেই ভারতের আধিপত্য ছিল। শুরু থেকেই নেপালকে চেপে ধরে ভারত। কিন্তু একের পর এক সুযোগ পেয়েও গোল আসছিল না। ১৯ মিনিটে অধিনায়ক সিল্কি দেবী বক্সের মধ্যে সুমতির উদ্দেশে পাস দেন। কিন্তু ওপেন নেট পেয়েও বল জালে জড়াতে পারেননি সুমতি। এরপর ২৫ মিনিটে ফের গোলের সুযোগ পেয়ে গিয়েছিলেন সুমতি। কিন্তু এবারও তিনি গোল করতে ব্যর্থ হন। ৪২ মিনিটে ফের সহজ সুযোগ পেয়েছিল ভারত। প্রিয়ঙ্গকা দেবীর ফ্রি-কিক বাইরে চলে যায়। ফলে প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়।


গোল পাওয়ার জন্য ভারতকে ৬৬ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়। গোল করেন প্রিয়ঙ্গকা। এরপরেও গোলের সুযোগ পেয়েছিল ভারত। কিন্তু গোলের সংখ্যা বাড়েনি।


আজ গোলসংখ্যা বাড়াতে না পারলেও, ভারতীয় দলের পারফরম্যান্স আশাপ্রদ। তবে বাংলাদেশের মেয়েরাও দুর্দান্ত ফর্মে। ফলে ফাইনালে দুর্দান্ত লড়াই দেখা যেতে পারে। ফাইনালে ভারতের জয় পাওয়া মোটেই সহজ হবে না। ভারতের ক্রীড়াপ্রেমীদের আশা, এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হতে পারবেন সুমতি, প্রিয়ঙ্গকারা।