নয়াদিল্লি: আশঙ্কাটাই শেষপর্যন্ত সত্যি হল। সদ্যসমাপ্ত আইপিএল-এ সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলার সময় আঙুলে যে চোট পেয়েছিলেন বাংলার উইকেটকিপার-ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা, সেটা এখনও সারেনি। ফলে আফগানিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক টেস্ট ম্যাচে খেলতে পারবেন না তিনি। তাঁর বদলে দলে এসেছেন দীনেশ কার্তিক।

আজ এক বিবৃতিতে বিসিসিআই-এর কার্যনির্বাহী সচিব অমিতাভ চৌধুরী বলেছেন, ’১৪ জুন থেকে বেঙ্গালুরুতে শুরু হতে চলা ভারত-আফগানিস্তান টেস্ট ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন ঋদ্ধিমান সাহা। তিনি বিসিসিআই-এর মেডিক্যাল স্টাফদের পর্যবেক্ষণে ছিলেন। ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছে, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে তাঁর পর্যাপ্ত বিশ্রাম দরকার। তিনি ৫-৬ সপ্তাহের মধ্যেই সেরে উঠবেন বলে আশা করা হচ্ছে। ঋদ্ধিমানের পরিবর্ত হিসেবে দীনেশ কার্তিককে বেছে নিয়েছেন নির্বাচকরা।’

গত ২৫ মে ইডেনে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আইপিএল-এর দ্বিতীয় কোয়ালিফায়ারে ডান হাতের বুড়ো আঙুলে চোট পান ঋদ্ধিমান। এই চোটের কারণেই তিনি আইপিএল ফাইনালেও খেলতে পারেননি। এবার জাতীয় দল থেকেও ছিটকে গেলেন তিনি। ফলে প্রায় আট বছর পরে টেস্ট দলে ফিরলেন কার্তিক। তিনি শেষ টেস্ট খেলেছিলেন ২০১০-এ চট্টগ্রামে বাংলাদেশের বিরুদ্ধে। এখনও পর্যন্ত ২৩টি টেস্টে ১,০০০ রান করেছেন এই উইকেটকিপার। শতরান একটি এবং অর্ধশতরান সাতটি।